আলহামদুলিল্লাহ,, আমাদের কোয়েল পাখির খামার রেডি,, 🐦🐣🐥 | KAYENAT AGRO
Автор: KAYENAT AGRO
Загружено: 2025-10-19
Просмотров: 837
Описание:
আলহামদুলিল্লাহ,, আমাদের কোয়েল পাখির খামার রেডি,, 🐦🐣🐥 | KAYENAT AGRO
Bismillah Agro
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আমি আমার জীবনের প্রথম খামার শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ! আমার এই নতুন উদ্যোগে আপনাদের সকলকে আমার পাশে থাকার আমন্ত্রণ জানাচ্ছি।
তো আজ আমি আপনাদের এই খামারটি গড়ে তোলার পুরো অভিজ্ঞতা শেয়ার করব ইনশাআল্লাহ।
তো প্রথমেই আমি আপনাদেরকে আমার এই শেড তৈরি সম্পর্কে বলি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার এই শেডটি আসলে আগে থেকেই তৈরি করা ছিল। এখানে আমরা অর্থাৎ আমার আব্বা আগে ব্যবসায়িক ভাবে বিভিন্ন মুরগি, যেমন ব্রয়লার লেয়ার কক পালন করত। কিন্তু পরবর্তীতে আব্বা তার বিভিন্ন কাজের ব্যস্ততায় আর সেই মুরগি পালনগুলো হয়নি। তাই অনেকদিন যাবত এটি সেট বা ঘরটি বন্ধ আছে। এখানে আমরা এখন বিভিন্ন মালামাল রাখি ,এবং এর পাশাপাশি আমরা আমাদের যে দেশি মুরগি গুলো আছে সেগুলো ডিম থেকে বাচ্চাফোটার পর এখানেই রাখি।যখন বাচ্চাগুলো একটু বড় হয় তখন আমরা বাচ্চাগুলোকে নিচে আমাদের যে খোলা জায়গা আছে সেখানে ছেড়ে দিই। তাই আরকি এই জায়গাটি অনেকদিন যাবত অপরিষ্কার আছে। তো যাইহোক যেহেতু আমি একজন গ্রামের ছেলে। এবং এই খামারের কাজগুলো অর্থাৎ বিভিন্ন পশুপাখি পালন করতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখি পালন করতে উৎসাহিত করেছেন। তাই আমি এই পশুপাখি পালন বা খমার পরিচালনাকে আমার পেশা হিসেবে নিয়ার সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ পাখি দিচ্ছে। তো যাই হোক এখন আমরা এই সেটটিকে আমাদের কোয়েল পাখি পালনের জন্য সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
তো শেডটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। প্রথমে, শেডের মধ্যে জমে থাকা সমস্ত মালামাল সরিয়ে নিয়েছি। এরপর, পুরো শেডটিকে ঝাড়ু দিয়ে ভালোমতো পরিষ্কার করেছি। উপরে থাকা কাঠগুলো এবং পাশের নেটগুলোও ঝেড়েমুছে পরিষ্কার করেছি, কারণ এখানে বহুদিন ধরে ময়লা জমে ছিল। এরপর, আমরা পানি দিয়ে সমস্ত জায়গাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। এবং আমরা ফ্লোরটিক প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি । এতে করে পুরনো ময়লা, বিশেষ করে দেশি মুরগির পায়খানাগুলো ভিজে নরম হয়ে যাবে, পরবর্তীতে পরিষ্কার করতে সুবিধা হয়। এরপর, সমস্ত জায়গায় কোণায়-কোণায় ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, পানি নিষ্কাশন করে শুকানোর জন্য রেখেছি।
তো যাই হোক আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহপাক যাতে আপনাদেরকে সুস্থ ও ভালো রাখুক। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাদের এই নতুন খামারে বারাকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: