আলহামদুলিল্লাহ,, খাল সেচে অনেক মাছ পেলাম,, 🐠🐟
Автор: KAYENAT AGRO
Загружено: 2025-12-04
Просмотров: 270
Описание:
আলহামদুলিল্লাহ,, খাল সেচে অনেক মাছ পেলাম,, 🐠🐟
BISMILLAH AGRO
KAYENAT AGRO
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজকে আমরা খাল সেচে মাছ ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমরা খালটিকে সেজ দেয়ার জন্য একটি কারেন্টের মোটর ব্যবহার করে প্রায় ১ ঘণ্টা ধরে খালের পানি সেঁচেছি। যদিও পানি খুব বেশি ছিল না, কোমড় সমান পানি ছিল, কিন্তু এই অল্প জায়গায় মাছ ছিল ভরপুর! সব মিলিয়ে মাছ ধরার পুরো পর্বটা শেষ করতে প্রায় ২ ঘণ্টা সময় লেগেছে।
আর এই পরিশ্রমের ফল দেখতেই পাচ্ছেন! আলহামদুলিল্লাহ, আমরা বেশ বড় সাইজের তিনটি শোল মাছ এবং একটি মাঝারি সাইজের বোয়াল মাছ পেয়েছি। এছাড়াও, লিং, টকি, কই, পুটি, ছোট মাছ পেয়েছি অনেক।
আসলে এই অল্প জায়গায় মধ্যে এত মাছ তা আমরা কল্পনাও করতে পারি।আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি।
সত্যি বলতে, আজকের এই খাল সেঁচে মাছ ধরার অভিজ্ঞতাটা আমার কাছে ছিল সম্পূর্ণ নতুন। এর আগে কখনো এভাবে খাল সেচে মাছ ধরার সুযোগ হয়নি। যদিও শরীরটা একটু খারাপ—ঠান্ডা আর জ্বরের কারণে আমি নিজে মাছ ধরতে নামতে পারিনি, তবুও পাড় থেকে এই মাছ ধরাতে দেখে এবং পুরো প্রক্রিয়াটা উপভোগ করে আমার খুবই ভালো লেগেছে। আশা করি, আপনারাও আমাদের এই দেশি মাছ ধরার সুন্দর মুহূর্তগুলো আমার মতোই উপভোগ করেছেন এবং আপনাদের শৈশবের কোনো স্মৃতি মনে পড়েছে।
"তো, যাই হোক আলহামদুলিল্লাহ, আজকের মাছ ধরার কাজটি খুব ভালোভাবে ও সফলভাবে শেষ হলো। আল্লাহর রহমতে আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি দেশি মাছ পেয়েছি। সব মিলিয়ে আজকের দিনটি ছিল দারুণ আনন্দের।
আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদের এই ছোট উদ্যোগটিকে আরও ধীরে ধীরে বড় করে তোলার তৌফিক দান করেন। আপনাদের শুভকামনা আমাদের জন্য একান্ত কাম্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
#মাছধরা, #গ্রামবাংলা, #দেশিমাছ, #fishing, #villagefood, #খালসেচ, #গ্রামীণজীবন, #হেচাদিয়েমাছধরা, #ছোটখালেরমাছ, #প্রাকৃতিকমাছশিকার, #হাতেধরামাছ, #fish
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: