সকল রোগের মাথা, তোমার ভাতা; নাকি অজ্ঞানতা? সমীর কুমার ধারা-র আজগুবি সব তত্ত্ব ও তথ্য!
Автор: Shahadat Hossain
Загружено: 2025-05-20
Просмотров: 59
Описание:
যুক্তি দিয়ে যুক্তি তর্ক বিসর্জন দিতে উৎসাহিত করেন যারা, তাদের বিষয়ে সব সময় সাবধান থাকা উচিৎ। কেননা ওনারা আমাদের যুক্তি ত্যাগ করতে উদ্বুদ্ধ করেন যেন আমাদের যুক্তি দিয়ে বোকা বানাতে পারেন। এরা সহজ বাংলায় বললে, বাটপার!
সম্প্রতি ভারতে এমন এক বাটপারের আবির্ভাব দেখা যাচ্ছে। বিজ্ঞানের উৎকর্ষের ফসল তথা ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে, এরা বিজ্ঞানবর্জিত অপতথ্য প্রচার করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন। হিন্দু ধর্মাবলম্বী প্রধান ভারতে এই রকম জোচ্চোরি সহজেই করা যায় কারণ হিন্দু ধর্মের অনুসারীগণ শিশুকাল থেকেই অনেক অসম্ভব দাবি কে 'সত্য' বলে মেনে নিতে প্রশিক্ষণ লাভ করেন। তাই অলৌকিক বা অসম্ভব দাবী কে তাঁরা চট করে অসম্ভব বলে মানতে দ্বিধা করেন।
দুঃখের বিষয় হচ্ছে, কিছু বাংলাদেশী শিক্ষিত মানুষও দেখেছি এই অপতথ্যকে সত্য বলে বিশ্বাস করেন। ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহামেদ নামের একজন সফল ব্যবসায়ী আমাকে সম্প্রতি সমীর ধারা-র যুক্তি দিয়ে আমাদের হজম ব্যবস্থাকে বোঝাচ্ছিলেন! ধর্মে মুসলিম (নাম থেকে সন্দেহ করি) এবং একজন ইঞ্জিনিয়ার হয়েও তিনি কিভাবে এমন আজগুবি ধারনাগুলো মেনে, সেগুলো আবার প্রচার করছেন, তা আমি বুঝতে ব্যর্থ!
মানব দেহে বিবিধ ব্যাধি কি করে হয়, সে বিষয়ে সমীর কুমার ধারা-র বাজে দাবী গুলোকে সাধ্যমত আলোচনা করেছি এই ভিডিওতে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: