আসিলে জননী আসিলে আবার | Asile Janani Asile Abar | মা সারদা দেবী ভক্তিগীতি | Bengali Devotional Song
Автор: Dharmakatha: Self Realization is Religion
Загружено: 2025-12-22
Просмотров: 410
Описание:
আসিলে জননী আসিলে আবার, হরিতে ধরার পাপের ভার ।
জুড়াতে দগ্ধ হৃদয়ের জ্বালা, মুছাতে সবার নয়ন ধার ॥
যুগে যুগে মাগো আসিয়া ধরায়, কত না যাতনা সহিতেছ হায়।
পরাণ মোদের পাষাণের প্রায়, পাসরি ধরম তবু বারে বার ॥
সহন-মূরতিরূপে রামসনে, অচল ভকতি শিখালে ভূবনে।
রাধারূপে পুনঃ দিলে দরশন, প্রেমের মহিমা করিতে প্রচার ॥
রামকৃষ্ণ লীলা করিতে পূরণ, মা হ'য়ে সবার তব আগমন।
পাপী তাপী কত লভিল শরণ, কোল দিলে সবে না করি বিচার ॥
দিশেহারা হ'য়ে ভ্রমিতাম ভয়ে, দিলে মা অভয় আপনি আসিয়ে।
মায়া মরীচিকা দাও মা ঘুচায়ে, প্রকাশ অবশ হৃদয়ে সবার ॥
“আসিলে জননী আসিলে আবার”—এই ভক্তিগীতি নিবেদিত শ্রীশ্রী মা সারদা দেবী–র করুণাময় রূপ।
মানবকল্যাণের জন্য যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হয়ে তিনি পাপের ভার গ্রহণ করেছেন, দুঃখী হৃদয়ের জ্বালা জুড়িয়েছেন এবং অশ্রুধারা মুছিয়েছেন।
এই গানে প্রকাশ পেয়েছে—
সহনশীলতা, নিঃশর্ত প্রেম ও ক্ষমার মহিমা।
রামসনে ধৈর্যের আদর্শ, রাধারূপে প্রেমের প্রচার এবং রামকৃষ্ণ লীলার পূর্ণতায় জননী রূপে মায়ের আগমন।
পাপী-তাপী নির্বিশেষে সকলকে কোলে তুলে নেওয়া এই মাতৃভাবই আমাদের পথ দেখায় আত্মশুদ্ধির দিকে।
✨ Self Realization is Religion —
মায়ের কৃপায় হৃদয়ের অন্ধকার দূর হয়ে সত্যের প্রকাশ ঘটে।
🙏 মন দিয়ে শুনুন, অনুভব করুন, আর মায়ের আশ্রয়ে নিজেকে সমর্পণ করুন।
Presented by: Subinoy Roy
Place: Ramakrishna Math & Ramakrishna Mission, Dhaka, Bangladesh
কথা: শ্রীমৎ স্বামী চন্ডিকানন্দ | Srimat Swami Chandikananda
Inspired by: Self Realization is Religion
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: