যুগে যুগে হরি নরদেহ ধরি | Juge Juge Hori | শ্রী রামকৃষ্ণ ভাবগীতি | Self Realization is Religion
Автор: Dharmakatha: Self Realization is Religion
Загружено: 2025-12-21
Просмотров: 4145
Описание:
যুগে যুগে হরি নরদেহ ধরি, করিলে প্রেমের লীলা।
জীব-মঙ্গলে ভূতলে এসে, সহিলে দুঃখ জ্বালা।
স্বরূপ লুকায়ে কাঙালের বেশ, ছলিতে মানবে ধরিলে বেশ।
সরল বালক মুখে মা মা বুলি খেলিলে নূতন খেলা।
কে পারে চিনিতে তুমি না চিনালে, জানিব কেমনে তুমি না জানালে।
শরণ নিয়েছি চরণকমলে, ঘুচাও ত্রিতাপ জ্বালা।
দূর কর প্রভু মায়া আবরণ, স্বরূপ তোমার হোক প্রকটন।
যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ নব অবতার লীলা।।
"যুগে যুগে হরি নরদেহ ধরি”—এই ভাবগীতিতে প্রকাশ পেয়েছে ঈশ্বরের চিরন্তন লীলা।
মানবকল্যাণের জন্য ভগবান যুগে যুগে মানব রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন এবং দুঃখ-যন্ত্রণা সহ্য করে মানুষকে মুক্তির পথ দেখান।
এই গানে আমরা দেখি—
কিভাবে ঈশ্বর স্বরূপ গোপন করে কাঙালের বেশে, শিশুর সরলতায়, প্রেম ও করুণার খেলায় মানুষের হৃদয় জয় করেন।
ত্রেতাযুগের রাম, দ্বাপরের কৃষ্ণ—এবং কলিযুগে শ্রী রামকৃষ্ণ পরমহংস—এই একই চেতনার নব লীলা।
✨ এই গান আমাদের স্মরণ করিয়ে দেয়—
আত্ম-উপলব্ধিই ধর্ম,
আর ঈশ্বরকে খুঁজতে হলে তাকাতে হবে মানুষের মাঝেই।
🙏 মন দিয়ে শুনুন, অনুভব করুন, এবং ভক্তির পথে এক ধাপ এগিয়ে যান।
Presented by: Subinoy Roy
Place: Ramakrishna Math & Ramakrishna Mission, Dhaka, Bangladesh
কথা: স্বামী প্রেমেশানন্দ।
Inspired by: Self Realization is Religion
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: