বিশ্বাসে রত্ন মেলে, তর্কে বহুদূর।
Автор: Toriqaye Maizvandari
Загружено: 2024-10-25
Просмотров: 66
Описание:
#কালামে আওলাদে রাসুল সা: সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী বাবাজান -
বিশ্বাসে রত্ন মেলে, তর্কে বহুদূর।
কথা বুঝতে পেরেছেন।
আবার খারাপ বেদআত বাইর হইছে না। মোবাইল ব্যবহার করা ভালো। মোবাইলের ভিতরে যে পঁচা পঁচা জিনিস দেখে যে অনেকে, মোবাইলের মধ্যে ফেসবুকে ঢুইকা একজন আরেকজনের কাছে ছবি বিনিময় কইরা, প্রেম কইরা অনেকে তো দেউলিয়া হয়ে যাইতেছে এডি কি ভালো?
তাহলে ভালোটা গ্রহণ করেন খারাপটা বর্জন করেন।
এক কথায় যেই বেদআত মানুষকে আল্লাহর রাস্তা থেকে
দূরে সরায় দেয়। যেই বেদআতের মধ্যে গুনাহ আছে এগুলা বর্জন করতে হবে।
কিন্তু যেই বেদআত যেমন ইলেক্ট্রিসিটি, ইলেক্ট্রিসিটি ছাড়া বর্তমানে আমদের জীবনই তো অচল। মিল ফ্যাক্টরি চলবে, বহুত মসজিদের মধ্যে এখন তো এসিও লাগায় কেন আরাম করে যেন মুসল্লিরা নামাজ পড়তে পারে। তো এসি কি রসুলের জামানায় ছিল, কারেন্ট কি রসুলের জামানায় ছিল?
তাহলে এটা বেদআত হইলেও বেদআতে হাসনাহ।
সবকিছু বেদআত বইলা চালায় দেওয়া ঠিক নাহ।
যেই বেদআতে মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় দেয়। যেমন ধরেন যাত্রাগান এরকম আরো আছে না।
এখানে কি এটাও মঞ্চ আবার অন্য রকম মঞ্চ আছে না।
যেই মঞ্চে জিনার উত্তেজনা বাড়ে। খারাপ কথাবার্তা শেখায়।
আর যুবক পোলাপান তো নষ্ট হয় হয় আবার বুড়া যাইয়াও নষ্ট হয়। এরকম অনেক বেদআতি কাজকর্ম আছে না।
এইগুলা হারাম।
কিন্তু এই মঞ্চের মধ্যে তো কোরআন সুন্নাহর বাণী চলছে,
দ্বীন ইসলামের কথা চলছে এরকম প্যান্ডেল রসুলের জামানায় ছিল? তো এটা বেদআত হইলেও বেদআতে হাসনাহ। ভালো বেদআত। যখনই একটা মঞ্চ কইরা মহিলা নাচাইবো তখন তো এটা খারাপ। বেডাবেডি বেহায়ার মত চলাফেরা করবো এটা তো খারাপ। যেইগুলা খারাপ সেইগুলা খারাপ, যেইগুলা ভালো সেইগুলা ভালো।
আর শিরক সব সময় মনে রাখবেন আমরা আল্লাহর স্থানে কাউকে বসাবো নাহ। কোনো বস্তুকে বসাবো নাহ। এই চিন্তা করে নিশ্চিন্ত মতে চলেন দেখবেন শিরিকে দৌড়াইয়াও ধরতে পারবো না। আরে বাবারে বাবা সবকিছু তো নিজের মধ্যে।
যখনই মানবরুপি শয়তান একটু আগে নফসে আম্মারার কথা বলেছি না? এই যে নফসে আম্মারা অনেকেই মনে করেন শরীরের একটা অংশের কথা। নফস এটা আরবি শব্দ পুরা শরীরের নামই হচ্ছে নফস। যার কারনে নফসে আম্মারার ভিতর ঢুইকা হোল বডিতে শয়তানের বসবাস।
এইটারে দৌড়ানোর জন্যই ওয়াসিলার প্রয়োজন।
এখন ওয়াসিলা কে নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিসমিল্লাহহির রহমানির রহিম
ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহা
ওয়াত্তাকুলাইল ওয়াসিলা।
আল্লাহ বলেছেন, হে ঈমানদার বান্দাগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আমার দিদার হাসিল করার উদ্দেশ্যে, আমার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে ওয়াসিলা তালাশ করো যা তোমাদের জন্য আমি পাঠিয়েছি।
কাকে পাঠিয়েছে নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে পাঠিয়েছে, কোরআন শরীফ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: