Toriqaye Maizvandari
আমার মুর্শিদ কেবলা আওলাদে রাসুল (সা:) ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভাণ্ডারী (মুজিব বাবাজান) সকল আশেকানদের প্রাণ তিনি।
আমি মাইজভাণ্ডারী তরীকার অনুসারী, আমার আকিদা মাইজভাণ্ডারী।
“ চিনতে পারে সাধ্য কার, চিনিবার ইচ্ছা যার
হৃদয় চক্ষে ধরিয়া দেখ জ্ঞান দুর্বিক্ষণ। ”
অন্তরের চোখকে বন্ধ করে রেখে কিতাবি জ্ঞান দিয়ে খুঁজলে গাউছুল আজম মাইজভাণ্ডারীকে চেনা যাবে না।
আমরা কাউকে বাধ্য করি না, কিন্তু যারা চিনতে চায়, তাদের প্রতি আহবান একটাই - অন্তরের চোখ খুলে জ্ঞান দিয়ে দেখুন, তাতেই মিলবে উত্তর।
ত্বরীকত শুধু প্রেম শিক্ষা দেয়।
#দয়াল এসো বসো প্রাণো শূণ্য সিংহাসন, তোমারই আশে দাসোগণ।
ও মাওলা ও...চোখে যদি পলক মারে ভূমিকম্প হয় সংসারে, জগৎ কাপে নামের ডরে থরথর-ও করি ।
মুখ দর্শনে আসক্তি বিনাশ, হস্তে বক্ষ লক্ষে লক্ষ পাতক নাশ রমেশেরি মনে উল্লাস দেখতে চরণ দুই'খানা।
স্রষ্টার দরজায় কড়া নাড়ো , সে দরজা খুলে দিবে । অদৃশ্য হয়ে যাও , সে সূর্যের মতো উদ্ভাসিত করবে ।
বাবা মাইজভাণ্ডারীর যুগে জন্ম হলো যে আমার, কি আনন্দ লাগে মুর্শিদ ভান্ডারী আমার ।।
অহে প্রাণ সারা দু'নয়ন তারা, সৈপাছি সকলি চরণেকিবা ভালবাসো কিবা প্রাণে নাশ, তুমি বিনে কেহ নাই ভুবনে ।।
বাবাধন বল কোথায় যাই, বাবাধন বল কোথায় যাই। এই দুনিয়া ফাঁকের বাজার, প্রাণ কেনে বাঁচাই।
দয়াল তুমি বিনে এই জগতে মুর্শিদ আমার কেহ নাই। সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই।
পীর কে কেন বাবা বলি দলিল দিলেন মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী (বাবাজান)
আমার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে ওয়াসিলা তালাশ করো যা তোমাদের জন্য আমি আল্লাহ পাঠিয়েছি।
#কালামে আওলাদে রাসুল (সা:) সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী বাবাজান -
চোগলখোরী করা শয়তানের কাজ। #কালামে আওলাদে রাসুল (সা:) সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি।
জিনাহ করা কার কাজ? শয়তানের কাজ।
মাওলা তুইরে মাওলা তুই, আউয়ালে আখেরে মাওলা তুইরে তুই ।
আপনার শরীরের যত্ন যদি আপনি না নেন একদিন আপনার শরীর আপনাকে কষ্ট দিবে।
যে আনন্দের মধ্যে সওয়াব আছে হামদ, নাতে রাসুল, সালাত, আল্লাহর তারিফাতের গজল, রসুলের তারিফাতের গজল।
বেশ্বক আউলি আল্লাহ এসেছেন কেন? ইনসানের নফসে আম্মারা কে দমন করিয়ে আল্লাহ মুখী করার জন্য।
আল্লাহ কোরআন শরীফে ফিসকা ফাসাদ করতে নিষেধ করেছেন গীবত গিল্লাহ করতে নিষেধ করেছেন।
আমরা মাইজভাণ্ডারীরা বিশ্বাস করি আল্লাহর ওহাদানিয়তের উপর, আল্লাহর একত্ববাদের উপর।
আল্লাহর একত্ববাদের উপর আমাদের দৃঢ় ঈমান রাখতে হবে।
ইন্নালাহা মা'আস সবিরিনআল্লাহ্ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ্ শোকরকারী সবরকারীদের পছন্দ করি।
নিজেকে নিজে যে সংশোধন করতে পেরেছে সে আল্লাহকে পেয়েছে।
কোরআন সুন্নাহর আলোকে #ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া।
বিশ্বাসে রত্ন মেলে, তর্কে বহুদূর।
আল্লাহ্ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ্ রব্বুল আলামীন শোকরকারী, সবরকারীদের পছন্দ করি।
আল্লাহ্ ইনসানকে সৃষ্টি করেছেন প্রেম পূর্ণ ইবাদত করার জন্যে।
হায়রে ৭ই ফাল্গুন, ৭ই ফাল্গুন রহমান মঞ্জিলেতে শফিবাবা আসলেন ধরায় নাচিতে নাচিতে।
তরীকায়ে মাইজভাণ্ডারী কি? তরীকায়ে মাইজভাণ্ডারীর শিক্ষা কি? এ বিষয় নিয়ে মুজিব বাবার নসিহত।
আমি সরাবি চলেছি পথে সরিয়ে দাড়াও যত সুফিগণ।