গভীর প্রেমের কবিতা। বিন্দু বিন্দু কুয়াশার মতো। ভাগ্যশ্রী রায়। ধ্রুব বাগচী
Автор: Desh Patrika
Загружено: 2022-01-20
Просмотров: 224
Описание:
গভীর প্রেমের কবিতা। বিন্দু বিন্দু কুয়াশার মতো। ভাগ্যশ্রী রায়। ধ্রুব বাগচী
কবিতাঃ বিন্দু বিন্দু কুয়াশার মতো
কবিঃ ভাগ্যশ্রী রায়
বিন্দু বিন্দু কুয়াশার মতো
কখনো পাই নি যাকে
কেন তাকে হারাবার দায় রক্তে
মিশে থাকে?
কত দিন পেরিয়েছে রাতের
চৌকাঠ।আজো পশ্চিম দিকে
তাকালে কেন মনে হয়,,
জীবন আসলে এক বন্ধ কপাট!!
অমনি দুলে ওঠে গুচ্ছ গুচ্ছ
মানতের সুতো,,
কিছু পাতাঝরা অসমাপ্ত সই,,
অবেলার রোদে ভেজে,,,
পাঠ মুখস্থ না হওয়া শাস্তি
পাওয়া দুষ্টু ছেলেটার
সঙ্গীহীন হৃদয়।
ছুটির অপেক্ষার প্রহর গুলো
সেদিন ছিল দীর্ঘছায়ার মতো,,
যত অথর্ব হয় সময় তত
বদলে যায় সেইসব শব্দের রং
বারুদ ফুরোবার আগেই জ্বলে
যায় শুকনো কাঠি,,,
মন্ত্রের মতো জপতে থাকি,,
"জীবনে যত পূজা হোলো না সারা!
জানি হে জানি তবু হয় নি হারা।"
ভাসন্ত শবের মুঠো গড়িয়ে
যায় একেক ফোঁটা অভিমান।
বিন্দু বিন্দু কুয়াশার মতো,,,
#গভীর_প্রেমের_কবিতা
#বিন্দু_বিন্দু_কুয়াশার_মতো
#কত_দিন_পেরিয়েছে
#ছুটির_অপেক্ষার_প্রহর_গুলো
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: