Kalo Bhromar Paul Recitation। Poetry Sewing machine। সেলাই মেশিন। বাংলা কবিতা আবৃত্তি
Автор: Desh Patrika
Загружено: 2021-09-19
Просмотров: 242
Описание:
Sewing machine written by Kalo Bhromar Paul
Facebook group: / deshpatrika
Email ID : [email protected]
Recitation of Bengali poems
কবিতাঃ সেলাই মেশিন
কবিঃ কালো ভ্রমর পাল
কন্ঠঃ কালো ভ্রমর পাল
ঘড়ঘড় ঘড়ঘড় ঘড়ঘড়।
শব্দটা সন্ধ্যা নামলেই ঘুম ভাঙ্গে জানলার ধারে
এক যাদুই হাতের কোমল স্পর্শে,
সংসার সুতোয় জড়ানো ক্লান্তি
ছেড়ে যায় বখেয়ার প্রতি ফোরে,
ছুঁচালো মুখের ক্রমাগত দংশন মুঠো করে
বোনে দিনান্তের দিনলিপি অঘোরে,
পারদের মত ওঠা নামা করে উত্তেজনা
যেনো মাতৃসুলভ ভর্ৎসনা।
ঘড়ঘড় ঘড়ঘড় ঘড়ঘড়।
শব্দটা বাড়তে থাকে পঞ্চাশোর্ধ্ব আদরে
হাতচাকায় ভর করে খিলখিলিয়ে ওঠে
একের পর এক রঙবেরঙের ডানা,
চশমার ফাঁক গলে নির্নিমেষ ঝরে পড়ে আশীষ
কলিজা ঢেলে মিশিয়ে দেয় প্রতি ভাঁজে,
অবনত চিবুকে অক্লান্ত বুনে যায়
পরবর্তী প্রজন্মের শরীরী সূখ,
শপিং মলের নামী সুখের চেয়েও অনেক দামী।
ঘড়ঘড় ঘড়ঘড় ঘড়ঘড়।
শব্দটা শুনতে শুনতে চাঁদও ঘুরে যায় ষোলোকলায়,
থেমে যায় চরকি কাটা বুড়ি।
আয়নায় নতুন ডানা মেলে দাঁড়ায় ছোট্ট প্রজাপতি
আহা! কি খাসা! কি আরাম! কি অদ্ভুত তৃপ্তি!
সর্বাঙ্গে খুশির তড়িৎ খেলে যায় হাটিহাটি পায়ে
উচ্ছাসে উড়ে যায় ঘর্মাক্ত কোলে
বলিষ্ঠ আবদারে গলা জড়িয়ে বলে,
"দিদা, এমন আরও জামা বানিয়ে দাও না"।
আবেগঘন স্বর জড়িয়ে আসে বিপরীতে,
গালে একপুকুর টোলে সম্মতির হাসি, তখন স্বর্গসম।
ঘড়ঘড় ঘড়ঘড় ঘড়ঘড়।
২২/০৬/২১ ইং
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: