Dorojar Opashe | Ishfaq ft. Last Color Awake | Official Audio
Автор: Ishfaq Zaman
Загружено: 2025-10-21
Просмотров: 3037
Описание:
Dorojar Opashe | Ishfaq ft. Last Color Awake | Official Audio
🔥Ishfaq ft. Last Color Awake🔥
Lyrics & composition: Ishfaq Zaman
অন্ধকার কুঠুরিতে, জমাট বাঁধা শ্বাস,
দেয়ালের প্রতিচ্ছবিতে ভুল স্বপ্নের চাষ।
প্রতিটি ক্ষণ যেন এক বীভৎস আঘাত,
এই শহরের কংক্রিটে এক পচা ক্ষতরাত।
আঁধারে চোখ খুঁজছে, এক ফালি আলো,
কিন্তু সামনে শুধুই কালো, আরও কালো!
চিৎকার! দরজার ওপাশে কী আছে?
ভয়? নাকি মুক্তি? কোন্ অভিশাপ রচে?
লৌহের কপাটে আঁকা এক নীরব ইশারা,
ভেঙে দাও শৃঙ্খল, খুলুক সে অচেনা তালা।
রক্তের দামে কেনা আমার শেষ জিজ্ঞাসা,
দরজার ওপাশে - মৃত্যু, নাকি নতুন আশা?
চারিদিকে মিথ্যার বেড়াজাল, গলা টিপে ধরে,
প্রতিটি বিশ্বাস যেন আগুনে পুড়ে মরে।
এই জীবন একটা ফাঁদ, ছলনার এক মঞ্চ,
আমি এক নীরব সাক্ষী, হাতে নিয়ে ধ্বংসের খঞ্জ।
পিছন ফিরে তাকাই না, আর কোনো মোহ নেই,
শুধু ওই দুয়ারে মুক্তি, জানি, অন্য পথ নেই।
এই দরজা নয় কাঠ অথবা লোহা, এ হলো মনের ভয়,
যা আটকায় আমাকে, প্রতি পলে দেয় পরাজয়।
ভেঙে দেবো সব দ্বিধা, সব মিথ্যে নিয়ম,
কালো সীলমোহর ছিঁড়ে, করবো আজ চরম বিলোপ।
কারণ এই খাঁচার জীবন আর সইতে পারি না,
অজানা ডাকছে আমায়, আর পিছু ফিরি না!
চিৎকার! দরজার ওপাশে কী আছে?
ভয়? নাকি মুক্তি? কোন্ অভিশাপ রচে?
লৌহের কপাটে আঁকা এক নীরব ইশারা,
ভেঙে দাও শৃঙ্খল, খুলুক সে অচেনা তালা।
রক্তের দামে কেনা আমার শেষ জিজ্ঞাসা,
দরজার ওপাশে - মৃত্যু, নাকি নতুন আশা?
সময় ফুরিয়ে এলো, হৃৎপিণ্ড থামছে,
ঠাণ্ডা বাতাস এসে আমার শিরায় নামছে।
দরজাটা খুলছে ধীরে, তীব্র আলো ঝলকায়...
এ তো স্বর্গের পথ নয়, এ এক নতুন নরক, হায়!
দরজার ওপাশে...
নতুন নরক!
দরজার ওপাশে...
নতুন নরক!
©All rights reserved by Ishfaq Zaman.
@trendingnow-24gadgetsreview #newsong2025 #grunge
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: