AGONTUK | Official Audio Visualizer | Ishfaq ft. Last Color Awake
Автор: Ishfaq Zaman
Загружено: 2025-12-16
Просмотров: 1946
Описание:
AGONTUK | Official Audio Visualizer | Ishfaq ft. Last Color Awake
(Verse 1)
জং ধরা এই ঘরে, দেয়াল জুড়ে মিথ্যে আলো,
প্রতিটা দিন একই ফেরা, জীবনটা সাদাকালো।
নিঃশ্বাসটা ভারী লাগে, বাতাসটাও বিষাক্ত,
দাঁড়িয়ে থাকি একা, যেন নেশায় আসক্ত।
(Pre-Chorus)
নীরবে ভাঙো কাঁচ, দরজাটা খোলো না,
অন্ধকারে তুমি এলে, কোনো প্রশ্ন তোলো না।
তখন...
(Chorus)
ওহ, আগন্তুক— তুমি ভাঙা আয়না!
তুমি কি ক্ষত, যা কখনো সারবে না?
এসেছো কেন? আবার এই যন্ত্রণা?
এটাই কি সেই পুরোনো, ভুলে যাওয়া প্ররোচনা?
চিৎকার করো! আমায় মুক্তি দাও!
(Verse 2)
তাকিয়ে দেখি তোমায়, চোখ দুটো শান্ত,
কিন্তু ভেতরে ঝড়— এ কেমন সংশ্রান্ত?
তোমার প্রতিটা কথায় এক অচেনা বিদ্রোহ,
আমার ভেতরের ঘুমন্ত, পুরোনো যত মোহ।
(Pre-Chorus)
নীরবে ভাঙো কাঁচ, দরজাটা খোলো না,
অন্ধকারে তুমি এলে, কোনো প্রশ্ন তোলো না।
তখন...
(Chorus)
ওহ, আগন্তুক— তুমি ভাঙা আয়না!
তুমি কি ক্ষত, যা কখনো সারবে না?
এসেছো কেন? আবার এই যন্ত্রণা?
এটাই কি সেই পুরোনো, ভুলে যাওয়া প্ররোচনা?
চিৎকার করো! আমায় মুক্তি দাও!
(Bridge)
জানি, তুমি যাবে— সব মিথ্যে করে দিয়ে,
শুধু রেখে যাবে, জীর্ণতা আর পুরোনো ক্ষত।
তবুও কেন, কেন তুমিই সত্য?
এই ভাঙা গানে, তুমিই শেষ অবিনশ্বর তথ্য।
(Chorus)
ওহ, আগন্তুক— তুমি ভাঙা আয়না!
তুমি কি ক্ষত, যা কখনো সারবে না?
এসেছো কেন? আবার এই যন্ত্রণা?
এটাই কি সেই পুরোনো, ভুলে যাওয়া প্ররচনা?
চিৎকার করো! আমায় মুক্তি দাও!
(Outro)
মুক্তি দাও...
আগন্তুক...
©Ishfaq Zaman
#newsong2025 #banglasong #alternativerock #trendingsong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: