এ বছরের সেরা গান || New Bangla Song 2026
Автор: Hasan Official
Загружено: 2026-01-03
Просмотров: 2535
Описание:
এ বছরের সেরা গান || New Bangla Song 2026
#hasanofficial #banglamusic #foryou
Lyrics:
জানলার পাশে ওই নীলচে আকাশ,
বইছে মনে এক চিলতে বাতাস।
স্মৃতির পাতায় আজও তোমারি নাম,
অচেনা সুরে কোনো রূপকথা গান।
ও... মেঘপিয়ন, নিয়ে যাও না আমায় সেখানে,
যেখানে রোদ্দুর হাসে তোমারি ওই হাসিতে।
হঠাৎ কোনো এক নাম না জানা বিকেলে,
হারিয়ে যাই আমি তোমার ওই দুই চোখে।
পুরানো সেই পথ, চেনা সব চাওয়া,
মিশে আছে আজও আমাদের পাওয়া না পাওয়া।
একমুঠো রোদ যদি ফিরে আসে আবার,
মুছে দেবে সব টুকু জমা অন্ধকার।
অপেক্ষার প্রহরগুলো কেন ফুরায় না?
তোমার ওই মায়া কেন মন ভোলে না?
বুকের বাঁ পাশে জমেছে পাহাড় সমান সুর,
তুমি হীনা এই পথ লাগে বড় বহুদূর।
নিঝুম রাতে যখন একা জেগে থাকি,
চাঁদের আলোয় তোমার ছবিই আঁকি।
হয়তো কোনোদিন ফের দেখা হবে আমাদের,
গল্প হবে ফের কোনো স্নিগ্ধ রোববারের।
ততদিন না হয় থাক এই বিরহী গান,
যে সুরে বেঁচে আছে আমারই এই প্রাণ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: