New Romantic Bangla Song || নতুন বাংলা রোমান্টিক গান ২০২৬
Автор: Hasan Official
Загружено: 2026-01-06
Просмотров: 650
Описание:
New Romantic Bangla Song || নতুন বাংলা রোমান্টিক গান ২০২৬
Song : Romantic Song
Singer: Hasan & Jannatul
Lyrics:
এক চিলতে রোদে ভেজা স্নিগ্ধ সকালে,
তোমার হাসির রঙ লাগলো কপালে।
অজানাতে হারিয়ে যাই তোমারই ভাবনায়,
তুমি আছো মিশে মোর হৃদয়ের নীল সীমানায়।
অঝোর ধারায় নামা শ্রাবণ সন্ধ্যায়,
তোমার ছোঁয়ায় মন শান্ত হয়ে যায়।
বলো না কেন লাগে এ মন এতো অসহায়?
তুমি মিশে আছো মোর হৃদয়ের নীল সীমানায়।
আঁধার রাতে তুমি আমার পূর্ণিমা চাঁদ,
জোছনা হয়ে মেটাও মনের সব অপরাধ।
তোমার হাতে হাত রেখে পথ চলা হোক শুরু,
বুকের ভেতর কেন চলে ছন্দের গুরুগুরু?
কল্পনাতে আঁকা মোর স্বপ্নের রাজকুমার,
তোমাকে ঘিরেই আজ আমার সব আবদার।
সবটুকু ভালোবাসা দিলাম তোমারি ঠিকানায়,
তুমি আছো মিশে মোর হৃদয়ের নীল সীমানায়।
হাজার লোকের ভিড়ে আমি খুঁজি শুধু তোমায়,
একটুখানি দেখা দাও এই ব্যাকুলতায়।
মেঘের খামে পাঠিয়ে দিলাম অনুরাগের চিঠি,
পড়বে কি সেই আবেগ নিয়ে নিঝুম দিঘির পিঠি?
পড়বো আমি অতি যত্নে তোমার ভালোবাসা,
তুমিই তো আমার বাঁচার শেষ ভরসা।
সবটুকু সুখ দেবো তোমার রাঙা দু’পায়,
তুমি মিশে আছো মোর হৃদয়ের নীল সীমানায়।
এক ফালি রোদ আর শ্রাবণ সন্ধ্যায়,
দুজন দুজনাতে শুধু হারিয়ে যেতে চাই।
সারাটি জীবন থেকো এমনই ছায়ায়,
মিশে থেকো মোর হৃদয়ের নীল সীমানায়।
#hasanofficial #banglamusic #foryou #music #banglasong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: