মহাজাগরণ | আগে দেশ পরে দল | সব দলের ঐক্যের গান | গণভোট ২০২৬ | Voice of Mimbor
Автор: Voice of Mimbor
Загружено: 2026-01-06
Просмотров: 86384
Описание:
আসন্ন ২০২৬ সালের গণভোট এবং নির্বাচনকে সামনে রেখে Voice of Mimbor-এর বিশেষ নিবেদন— "মহাজাগরণ"।
দেশ বাঁচলে তবেই রাজনীতি।
তাই আজ সময় এসেছে সব ভেদাভেদ ভুলে, ধানের শীষ, দাঁড়িপাল্লা, হাতপাখা, শাপলা কলি—সবাইকে এক কাতারে দাঁড়ানোর।
দেশের সংস্কার এবং সিস্টেম বদলানোর এই মহাসংগ্রামে আমাদের হাতিয়ার হোক 'হ্যাঁ' ভোট।
শুনুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন ঐক্যের এই ডাক।
👇 Song Credits:
🎵 Lyrics, Tune & Composition: Voice of Mimbor
🏷️ Label: Voice of Mimbor
🎬 Visuals: AI Generated
📜 Full Lyrics (গানের কথা):
জেগে ওঠো বাংলাদেশ... আজ আর কোনো দল নয়... আজ শুধুই দেশ... শুধুই দেশ!
ঘরের খুঁটি নড়বড়ে ভাই, ছাদ দিয়ে কি লাভ? ভিত্তি আগে শক্ত করো, ঘুচাও মনের পাপ। নিজের দলের বড়াই করে, দিস না আর স্লোগান দেশের স্বার্থে আজ না হলে, যাবে সবার মান। নীল আকাশে উড়বে পতাকা, যদি থাকে মিল আগে দেশের 'হ্যাঁ' ভোটে ভাই, মারো সবাই সিল।
ভিন্ন মত ভিন্ন পথ, থাকতেই পারে ভাই দেশ বাঁচাতে এক কাতারে, দাঁড়ানো আজ চাই। জনগনের দাবি এবার, সংস্কারেরই ডাক স্বৈরাচারের কালো ছায়া, নিপাত হয়ে যাক!
এক হও ভাই এক হও, ভুলে ভেদাভেদ 'হ্যাঁ' ভোটেতে গড়বো মোরা, ইস্পাতের এক জেদ! ধানের শীষ আর দাঁড়িপাল্লা, একই তো ভাই সাথী হাতপাখা আর শাপলা কলি, জ্বালাও নতুন বাতি! সবার আগে দেশটা বড়, দল তো পরে ভাই গণভোটের এই মহাসংগ্রামে, কোনো বিভেদ নাই!
খেলাফতের ভাইরা আমার, এনসিপি আর জোট সবার আগে নিশ্চিত করো, পরিবর্তনের ভোট। ইসলামী আন্দোলন আর, যত আছে দল এক মোহনায় মিললে সবাই, বাড়বে গায়ের বল। পছন্দ তো পরে হবে, আগে তো সিস্টেম ঠিক না হলে বাজবে না ভাই, উন্নয়নের গেম।
আজ যদি ভাই ভাগ হয়ে যাও, হাসবে স্বৈরাচার অন্ধকারে ডুববে আবার, স্বপ্ন লাক্ষবার। তোমার আমার দলাদলি, সুযোগ নিবে কে? তার চেয়ে ভাই এক হয়ে যাই, আগামীর ডাকে। সংস্কারের এই 'হ্যাঁ' ভোটটা, বড়ই দরকার তারপরে ভাই যার যা খুশি, গড়ো সরকার।
এক হও ভাই এক হও, ভুলে ভেদাভেদ 'হ্যাঁ' ভোটেতে গড়বো মোরা, ইস্পাতের এক জেদ! ধানের শীষ আর দাঁড়িপাল্লা, কাঁধে রাখো হাত হাতপাখা আর শাপলা কলি, ঘুচাও কালো রাত! সবার আগে দেশটা বড়, দল তো পরে ভাই 'হ্যাঁ' ভোট দিয়ে বিশ্বকে আজ, চলো দেখিয়ে যাই!
বাংলাদেশ... জিন্দাবাদ! গণভোট... সফল হোক! হ্যাঁ ভোট... সফল হোক!
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
#Mohajagoron #VoiceOfMimbor #Gonovote2026 #IslamicSong #BanglaSong #UnityAnthem All Rights Reserved. ©2026 Voice of Mimbor.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: