দাঁড়িপাল্লার নতুন প্রতিবাদী গান | বংশতন্ত্র নিপাত যাক ✊ যোগ্যরাই পাক ঠাঁই | Voice of Mimbor
Автор: Voice of Mimbor
Загружено: 2026-01-30
Просмотров: 12200
Описание:
বংশতন্ত্র নিপাত যাক, যোগ্যরাই পাক ঠাঁই— মেধা ও ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার এক দৃপ্ত অঙ্গীকার। এই গানটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ইনসাফ কায়েমের এক শক্তিশালী আহ্বান। (Down with dynasty, let the meritocracy prevail—a firm pledge to build a new Bangladesh based on talent and justice. This song is a powerful call to protest against injustice and establish fairness.)
==============
🎵 Song Credits: Song Name: জাগো বাঙালি (Jago Bangali)
Lyrics: Voice of Mimbor
Tune: Voice of Mimbor
Label: Voice of Mimbor
📝 Full Lyrics:
ও ও ও... জাগো বাঙালি, জাগো এবার...
রাজার ছেলে রাজা হবে, সেই যুগ শেষ রক্ত-ঘাম আর সাহস-মেধায় চলো একসাথে গড়ি বাংলাদেশ। দাঁড়িপাল্লায় মেপে নেবো কে আপন কে পর, ন্যায়ের পথে অবিচল, ভাঙবো মিথ্যের ঘর। বংশতন্ত্র নিপাত যাক, যোগ্যরাই পাক ঠাঁই, অন্যায়ের সাথে কোনো আপোষ আমাদের নাই।
গণভোটে 'হ্যাঁ' বলে তোলো আওয়াজ জোর, নতুন ভোরের আলোয় কাটুক আঁধার ঘোর। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জাগো জনগণ, দেশটা হবে ইনসাফের, এটাই মোদের পণ। (ও ও ও... এটাই মোদের পণ)
নরম হলে চলবে না ভাই, হতে হবে শক্ত, নইলে ওরা চুষে খাবে আমাদেরই রক্ত। মা-বোনেরা ভোট চাইতে গেলে কেন লাঞ্ছনা? নাস্তা করার ছলে আর সইবো না বঞ্চনা। ভদ্র বেশে পিশাচ ওরা, মুখোশ খুলে দাও, প্রতিবাদের আগুন জ্বেলে রুখে এবার দাঁড়াও। শিক্ষা নিয়ে অতীত থেকে, গড়বো প্রতিরোধ, অন্যায় দেখলে আর চুপ থেকো না, তোলো অবরোধ।
সাত সাগরের ওপার থেকে প্রবাসীরা ভাই, ঘাম ঝরিয়ে টাকা পাঠায়, দেশের ভালো চায়। তাদের ত্যাগের সম্মানটা রাখতে হবে মনে, সচেতন হই ভোটের মাঠে, প্রতি ক্ষণে ক্ষণে। ভুল মানুষকে বাছলে পরে, পস্তাতে হবে, সঠিক রায়ে দেশটা এবার এগিয়ে যাবে।
গণভোটে 'হ্যাঁ' বলে তোলো আওয়াজ জোর, নতুন ভোরের আলোয় কাটুক আঁধার ঘোর। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জাগো জনগণ, দেশটা হবে ইনসাফের, এটাই মোদের পণ।
রাজার ছেলে রাজা নয়, মেধার হবে জয়, আমরা সবাই গড়বো দেশ, নেই তো কোনো ভয়। দাঁড়িপাল্লা... ইনসাফ... বাংলাদেশ... জিন্দাবাদ!
Connect with Voice of Mimbor: Connect with our social media: / voiceofmimbor
#VoiceOfMimbor #JagoBangali #BanglaSong #PatrioticSong #IslamicSong #NewGhazal #Insaaf #RevolutionarySong #Bangladesh2026
All Rights Reserved. ©2026 Voice of Mimbor.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: