ভক্ত রক্ষক ভগবান নৃসিংহদেবের আরতি কীর্তনশ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের দিব্য কন্ঠে
Автор: Krpamrta
Загружено: 2025-04-12
Просмотров: 97
Описание:
হরেকৃষ্ণ
সকল গৌর ভক্তবৃন্দের চরণে দন্ডব প্রনাম।
বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ।।
সমস্ত বৈষ্ণব-ভক্তবৃন্দ, যাঁরা বাঞ্ছাকল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যাঁরা কৃপার সাগর
ও পতিতপাবন, তাঁদের চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
(Krishna Kripa Acharya ){কৃষ্ণকৃপা আচার্য} youtube চ্যানেল শ্রীল প্রভুপাদের হরেকৃষ্ণ মোভমেন্ট কৃষ্ণ কথা প্রচার সেবার চেষ্টা করতেছে মাত্র।
কারণ আমাদের পৃথিবীর সকল মানুষ মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে কষ্ট পাচ্ছে । আর পশুর মতো কাজ করতেছে । তারা মনে করে যে [ খাওয়া ,ঘুমানো , স্ত্রী সঙ্গ , ভয় পাওয়া ]
এটাই জীবনের প্রকৃত লক্ষ। এর মধ্যে সমস্ত সুখ । এ চাড়া তাদের জীবনের আর কোনো লক্ষ নেই । তাদের মনে হয় এগুলোই জীবনের চরম লক্ষ । তারা মনুষ্য জীবনের প্রকৃত মুল লক্ষ ভুলে গেছে । তারা যেই কাজ গুলো তা একটা পশুও করে ।
কুকুরও খায়, কুকুরও ঘুমায়, কুকুরও স্ত্রী সঙ্গ করে, কুকুর ভয় পায়, তাই আপেনি মানুষ হয়ে যদি পশুর মতো কাজ গুলো করতে থাকেন তাহলে আপনার মনুষ্য জীবনের লাভ টা কী? পশু ও মানুষের মধ্যে পার্থক্য করতে পারে আধ্যাতিক অনুশীলন । যা পশুরা করতে পারে না । তাই আধ্যাতিক অনুশীলন এর মাধ্যমে নিজেকে পশুর থেকে আলাদা করে তুলুন । শ্রীল প্রভুপাদ এই জগতের হরেকৃষ্ণ আন্দোলন প্রচার করছেন কারণ তিনি এই জগতের মানুষকে সভ্য করে তুলতে চান ।
মহাপ্রভু ভবিষ্যত বাণী করেছেন
"পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম
সর্বত্র প্রচার হবে মের এই নাম "
মহাপ্রভু সকলকে আদেশ দিয়েছেন
"মোর আঙ্গায় গুরু হইয়া ত্যার এই দেশ
যারে দেখ তারে কহ কৃষ্ণ উপদেশ
শ্রীল প্রভুপাদ মহাপ্রভুর বাণী সর্বত্র প্রচারে
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) প্রতিষ্ঠা করেন
আপনারা সবাই আশীরবাদ করবেন আমি যেন krishna kripa acharya youtube চ্যানেলের মাধ্যমে শ্রীল প্রভুপাদের মিশনে যোগদিতে পারি ।
এই চ্যানেল টি সবাই করে আমার সাথে থাকবেন
ইতি
ভগবানের দাস হওয়ার চেষ্টায়
অর্ণব দাস
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: