Krpamrta

হরেকৃষ্ণ
সকল গৌর ভক্তবৃন্দের চরণে দন্ডব প্রনাম।
বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ।
(Krpamrta){কৃপামৃত} youtube চ্যানেল শ্রীল প্রভুপাদের হরেকৃষ্ণ মোভমেন্ট কৃষ্ণ কথা প্রচার সেবার চেষ্টা করতেছে মাত্র।
কারণ আমাদের পৃথিবীর সকল মানুষ মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে কষ্ট পাচ্ছে । আর পশুর মতো কাজ করতেছে । তারা মনে করে যে [ খাওয়া ,ঘুমানো , স্ত্রী সঙ্গ , ভয় পাওয়া ]এটাই জীবনের প্রকৃত লক্ষ।তারা যেই কাজ গুলো তা একটা পশুও করে ।কুকুরও খায়, কুকুরও ঘুমায়, কুকুরও স্ত্রী সঙ্গ করে, কুকুর ভয় পায়, তাই আপেনি মানুষ হয়ে যদি পশুর মতো কাজ গুলো করতে থাকেন তাহলে আপনার মনুষ্য জীবনের লাভ টা কী? পশু ও মানুষের মধ্যে পার্থক্য করতে পারে আধ্যাতিক অনুশীলন
মহাপ্রভু ভবিষ্যত বাণী করেছেন
"পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম
সর্বত্র প্রচার হবে মের এই নাম "
শ্রীল প্রভুপাদ মহাপ্রভুর বাণী সর্বত্র প্রচারে
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ)প্রতিষ্ঠা করেন
আপনারা সবাই আশীরবাদ করবেন আমি যেন krpamrta চ্যানেলের মাধ্যমে শ্রীল প্রভুপাদের মিশনে যোগদিতে পারি ।