রেসিপিঃ লোভনীয় মজার স্বাদের ফুলকপির পাকোড়া ❤️
Автор: Sporshita's Kitchen and Blogging
Загружено: 2026-01-12
Просмотров: 23
Описание:
রেসিপিঃ লোভনীয় মজার ফুলকপির পাকোড়া ❤️
উপকরণঃ ফুলকপি,ময়দা,কর্নফ্লাওয়ার, লবন,হলুদ গুঁড়া,ঝালের গুঁড়া, জিরা গুঁড়া, সয়াবিন তেল
প্রস্তুত প্রনালীঃ প্রথমে ফুলকপি ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিবো।এবার একটি বোলের মধ্যে ময়দা,কর্নফ্লাওয়ার, সেই সাথে পরিমান মতো লবন,হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিবো। এবার সবকিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিবো যেন ফুলকপি গুলো ভালো ভাবে কোট করে নিতে পারি। ব্যটার টা রেডি হয়ে গেলে আধা ঘণ্টার জন্য ঢেকে রেখে দিবো।আধা ঘন্টা পরে চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিবো তাতে দিয়ে দিবো পরিমান মতো সয়াবিন তেল।তেল হালকা গরম হয়ে এলে ফুলকপি গুলো ব্যাটারে ভালোভাবে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিবো। এসময় চুলার আঁচ টা মিডিয়াম টু লো রাখতে হবে যেন ফুলকপি গুলো ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার একটু সময় নিয়ে এপিঠ ওপিঠ করে লালচে করে ভেজে তুলে নিলেই তৈরী হয়ে যাবে লোভনীয় মজার স্বাদের ফুলকপির পাকোড়া 🥰
#StarsEverywhere #foryouシ #reelschallenge #reelsfypシ #reelschallengereelschallenge
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: