লাংলোক ঝর্ণা। বাংলাদেশের ২য় সর্বোচ্চ উচু ঝর্ণা।
Автор: Mejbah Uddin Munna
Загружено: 2020-10-24
Просмотров: 143
Описание:
লাংলোক ঝর্ণা/ সুন্দরী লিলুক।
মারমা ভাষায় লাংলোক অর্থ বাদুর, ঝর্ণার পাশে একটি বাদুর গুহা থাকার কারনে এটিকে স্থানীয়রা লাংলোক বলেই ডাকে। লাংলোক বাংলাদেশের সবচেয়ে উচু ঝর্ণা, যদিও অনেকে মনে করেন বাকলাই ঝর্ণা সবচেয়ে উচু, সেটা সত্য হলেও লাংলোক বাংলাদেশের ২য় সর্বোচ্চ উচু ঝর্ণা। ঝর্ণাটির উচ্চতা ৩৮০ ফুট (কমবেশি)। বান্দরবানের থানচি'র তিন্দুতে এই ঝর্ণার অবস্থান। বান্দরবান থেকে চান্দের গাড়ি করে থানচি এসে সেখান থেকে ট্রলারে তিন্দু এসে ঘন্টা দুয়েক পাহাড়ি রাস্তা ট্রেক করে পৌছে যাওয়া যায় এই ঝর্ণায়। টুরিস্টদের আনাগোনা কিছুটা কম থাকায় একটা বুনো সৌন্দর্যের খোজ পাওয়া যায় এখানে। প্রথমে দুর থেকে এই ঝর্ণা দেখে আমার মনে হয়েছিল কোন সুন্দরী'র পিঠে ছড়ানো একগুচ্ছ চুল, যদিও চুল কালো হয়, কিন্তু তবুও এ ঝর্ণা দেখে প্রথমেই আমার মনে এটাই এসেছে, তাই এই ঝর্ণাকে আমি সুন্দরী লিলুক বলে ডেকেছি।
Facebook-
/ lbb.mezba
/ vaboghurechokhe
Instagram-
instagram.com/talukder_mejbah
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: