Mejbah Uddin Munna

মানুষের আমিত্ববোধ যত আদিম ও প্রবল তত আর কিছু নহে৷ আমি সুখী,আমি দু:খী,আমি দেখিতেছি,আমি বাঁচিয়া আছি, হাজার রুপে আমি আমাকে উপলব্ধি করিতেছি।
কিন্তু যথার্থ 'আমি' এই রক্ত মাংস অস্থি মজ্জায় গঠিত দেহটিই কি আমি? তাহাই যদি হয়,তবে মৃত্যুর পরে যখন দেহের উপাদানগুলো পচিয়া-গলিয়া রাসায়নিক পরিবর্তনে কতগুলি মৌলিক পদার্থে রুপান্তরিত হইবে তখন কি আমার আমিত্ব থাকিবে না? যদি না-ই থাকে,তবে এতদিন ছিল কি রুপে? তাহলে আমি কি আত্না? যদি তাহাই হয়,তবে আত্নাকে আমি না বলিয়া আমার বলা হয় কেন? যখন দাবি করা হয়, দেহ আমার,প্রান আমার,আত্না আমার,তখন এই 'আমি' দাবিদারটি কে?
আমি কি তাহলে পরম ব্রহ্মের অংশ?আমিই কি তাহলে সৃষ্টিকর্তার অংশ?এই সকল তত্ত্ব উপাত্ত দর্শন বাদ দিয়ে এটুকুই বলা যায়-আমি প্রকৃতির প্রয়োজনে শূন্যস্থান পুরন করতে প্রকৃতির অংশ হয়ে এসেছিলাম আবার প্রকৃতির প্রয়োজনে স্থান শূন্য করে চলে যাব। শরীর বৃত্তিও চক্রে আমি একটা বায়ো ক্যামিক্যাল মেশিন,যার বর্তমান নাম মেজবা৷
বেঁচে থাকাটাই আমার কাছে উপভোগ্য। আমি খুবই সাধারন মৌন ও বাহুল্য বর্জিত,তাই ফুলের কিংবা বুলেটের চেয়ে ভাতের গন্ধ বেশি ভালোবাসি ৷