ভারতের ফুল বাংলাদেশে ‖ Bangladesh import flower plant from India
Автор: bd Karim
Загружено: 2025-08-18
Просмотров: 229
Описание:
ভারতের ফুল বাংলাদেশে ‖ Bangladesh import flower plant from India
ভারত থেকে বাংলাদেশে ফুলের গাছ আমদানি করতে , আপনাকে আমদানি বিধি মেনে চলতে হবে, যার মধ্যে একটি ফাইটোস্যানিটারি সার্টিফিকেট নেওয়া অন্তর্ভুক্ত থাকতে পারে । ভারতীয় কৃষি গবেষণা পরিষদ এবং কিছু বিশ্ববিদ্যালয়ের মতো সংস্থাগুলি ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে লাইসেন্স ছাড়াই জীবন্ত উদ্ভিদ আমদানি করতে পারে। বাংলাদেশ জীবন্ত উদ্ভিদের শীর্ষ আমদানিকারকদের মধ্যে অন্যতম, প্রায়শই ভারত, থাইল্যান্ড এবং চীন থেকে এগুলো আমদানি করে ।
প্রথমে দেখে নিতে হবে যে আপনি যেসব ফুলের চারা আনতে চাচ্ছেন, সেগুলো বাংলাদেশের আমদানি নীতিমালায় নিষিদ্ধ নয়। বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ (Import Policy Order) অনুযায়ী কোন কোন উদ্ভিদ আমদানি করা যাবে বা যাবে না – সেটি স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। ফুলের চারা আমদানির জন্য আপনাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (DAE) প্লান্ট কোয়ারেন্টাইন উইং থেকে আমদানি অনুমতিপত্র (IP) সংগ্রহ করতে হবে। ভারতে যে প্রতিষ্ঠান থেকে ফুলের চারা আনবেন, তাদের ডিজিএফটি (DGFT)-এর মাধ্যমে রপ্তানির লাইসেন্স থাকতে হবে । পরিবহন হতে পারে বায়ুপথে (এয়ার কার্গো) – সবচেয়ে দ্রুত ও নিরাপদ
সড়কপথে (Benapole – Petrapole বর্ডার)। বাংলাদেশে পৌঁছানোর পর চারাগুলো কোয়ারেন্টাইন অফিসার পরীক্ষা করবেন । Import Permit এবং Phytosanitary Certificate চেক করা হবে যদি চারাগুলোর মধ্যে কীট/রোগ পাওয়া যায়, তবে তা নষ্ট করে দেওয়া হতে পারে ।
#bdkarim #indiabangladeshrelations #indiabangladeshborder #exportimport #exportimport_with_india
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: