১২০০ বছরের পুরনো বৌদ্ধ বিহার ‖ 1200 year old Buddhist monastery
Автор: bd Karim
Загружено: 2025-12-26
Просмотров: 73
Описание:
এই বৌদ্ধ বিহারটি মুন্সীগঞ্জ জেলার, সদর উপজেলার রামপাল ইউনিয়নের অন্তর্গত (রঘুরামপুর) গ্রামে অবস্থিত।
এটি মহারাজ ধর্মপালের শাসনামলে (অনুমানিক ৮২০ খ্রিষ্টাব্দ নাগাদ) নির্মিত ৩০টি উল্লেখযোগ্য বিহারের মধ্যে অন্যতম। ধর্মপাল ছিলেন পাল সম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। ঐতিহাসিকভাবে এই মঠটি, অতীশ দীপঙ্করের সাথে সম্পর্কিত, যিনি তিব্বতী বৌদ্ধধর্মের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অতীশ দীপঙ্করের জীবদ্দশায়, এই অঞ্চলটি ছিল বৌদ্ধ ধর্ম শিক্ষার কেন্দ্রবিন্দু এবং চীন, তিব্বত, নেপাল ও থাইল্যান্ডের মত দূরবর্তী অঞ্চল থেকেও প্রায় ৮০০০ অধ্যয়নকারী ও অধ্যাপক এখানে অধ্যাপনা করতে আসতেন। তাছাড়া এই বিহারকে ধ্বংসস্তূপ থেকে সম্পূর্ণ রূপে খনন করা যায় নি। ধারণা করা হয় থাকে, পাল শাসনের বিলুপ্তি ঘটার ফলে এই বিহার পরিত্যক্ত হয় এবং কালের পরিক্রমায় ধ্বংস হয়।
খননকার্য চলাকালীন, ৫টি ১১ ফিট × ১১ ফিট আকৃতির কক্ষ খুঁজে পাওয়া গেছে। বিহারের দক্ষিণ পশ্চিম অংশে একটি মন্দিরের অবস্থার নিশ্চিত করা হয়েছে। যদিও, মঠটির সমগ্র আয়তন এপর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। তাছাড়া কিছু পিতল এবং কাসার তৈরি তৈজসপত্র আবিষ্কৃত হয়েছে যার আনুমানিক বয়স ১২শ বছরের পুরোনো বলে ধরা হয়।
Do Subscribe (#bd Karim) #bdkarim
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: