ভাঙ্গা মানুষ। অফিসিয়াল বাংলা গান ২০২৬
Автор: Creative Creator
Загружено: 2026-01-06
Просмотров: 202
Описание:
গানের নাম: “ভাঙা মানুষ” 🎵
অন্তরা – ১
আমি মানুষ, তবু মানুষ আর নেই,
হাসির মুখে লুকাই কান্নার ঢেউ সেই।
সবাই দেখে শুধু শক্ত একটা রূপ,
ভেতরে যে প্রতিদিন ভাঙে—সে খবর কারো নেই খুব।
প্রী–কোরাস
ভালোবাসা দিয়েছিলাম মাপজোখ ছাড়া,
নিজেকে ফাঁকা করে তোকে ভরেছিলাম সারা।
কোরাস
আমি ভাঙা মানুষ, জোড়া লাগে না আর,
ভরসা শব্দটা এখন ভয় দেখায় বারবার।
তুই শিখিয়ে গেছিস, চেনা মানুষই ব্যথা,
অচেনা কষ্টগুলো কমপক্ষে চেনে কথা।
অন্তরা – ২
তোর প্রতিশ্রুতি ছিল নরম বালির মতো,
ধরতেই ভেঙে গেছে—স্বপ্ন গুলোও ততো।
একসাথে মরবো বলেছিলি হাসতে হাসতে,
তুই বেঁচে গেলি… আমি আটকে রইলাম কষ্টে।
প্রী–কোরাস
রাতগুলো এখন আর ঘুম চেনে না,
চোখ বন্ধ করলেই তোকে ডেকে আনে ব্যথা।
কোরাস (রিপিট)
আমি ভাঙা মানুষ, জোড়া লাগে না আর,
ভালোবাসা মানেই এখন সাবধানের পাহার।
তুই নতুন গল্পে সুখ খুঁজে নিলি,
আর আমি পুরোনো লাইনে জীবন কাটিয়ে দিলি।
ব্রিজ
একদিন যদি হঠাৎ মনটা তোকে টানে,
মনে রাখিস—আমি আর আগের আমি না মানে।
যে মানুষটা সব সহ্য করত চুপ করে,
সে আজ কেবল নীরবতা ভালোবেসে মরে।
অন্তরা – ৩
আমি কারো বিরুদ্ধে অভিযোগ লিখি না,
শুধু নিজের বুকে চুপচাপ শাস্তি দিই—কিনা।
ভালোবাসার অপরাধে সাজা আমার একটাই,
আজীবন তোকে মনে রাখা… কিছু না চেয়েই তাই।
শেষ কোরাস (স্লো)
আমি ভাঙা মানুষ, তবু বাঁচি somehow,
কারণ মরার থেকেও কষ্টটা সহজ এখন wow।
যদি কখনো জানতে চাস কেন এমন হলাম,
বলবো—একদিন কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসলাম।
আউট্রো
কিছু মানুষ যায় না…
শুধু নীরবে থেকে যায় বুকের ভেতর। 🖤🥀
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: