Ishqer Kafer | ইশকের কাফের
Автор: HanguBangu
Загружено: 2026-01-05
Просмотров: 507
Описание:
আগে তো ছিলাম বেশ, নিজের মতো হালকা মন
এখন তোর নামেই শুরু, তোর নামেই শেষ জীবন
চিন্তার ভারে শরীর আমার, ধীরে ধীরে যাচ্ছে ঝরে
একটা মানুষ ভেতর থেকে, ভাঙলে এমন শব্দ করে?
এমনি তো চলেছিলাম, সামলে নিজের পথ
তোর ইশক এসে মাথার ভেতর, থামিয়ে দিল রথ
পাগল করে দিলি রে, বাউলি করে দিলি
চেনা মুখে আয়না দেখে—নিজেকেই হারিয়ে ফেলি
যাদের ভেবেছিলাম আপন, তারাই দিল ক্ষত
ভিড়ের মাঝেই মানুষ হয়, সবচেয়ে বেশি নিঃস্বত
হাসির আড়ালে লুকানো ছিল, কত যে সংশয়
তোর প্রেমে পড়ে বুঝলাম—সব আলো, আলো নয়
ওরে মানুষ, প্রেমে পড়িস না
জ্যান্তে তুই পুড়িস না
বুকের ভেতর আগুন পুষে
নিজের ছায়া হারাস না #banglasong #2026 #viralvideo #sadsong #song #sadstatus
স্বপ্ন দেখে মরিস না
ভুল পথে তুই হাঁটিস না
মির্জার মতো প্রেমের তরে
বুকে তীর তুই বিঁধাস না
ওরে মানুষ... প্রেমে পড়িস না
কারো দিলাম সঙ্গ আমি, কারো থেকে কিনারা
রোজ কত মুখ দেখি, তবু মিলল না তো কিনারা
গলা জড়িয়ে কাঁদে কেউ, অঝোরে বিশ্বাসে
তাদেরই ভিড়ে কেউ, পিঠে ছুরি মারে তার পাশে
তোকে ছাড়া বাঁচা মানে, প্লাবনের শেষে
সব ভেসে যায়—শুধু ছাই থাকে অবশেষে
মাঝরাতে ঘুম ভাঙে, দুঃস্বপ্নের পরে
বাবা হারা মেয়ে যেমন, একা শূন্য ঘরে
যাদের যত দরকার, আমাকে ভাগ করে নিলো
তোর যাওয়ার পরে কষ্টকে, চিবিয়ে খাওয়া অভ্যাস হলো
এখন কোনো গন্তব্য নেই, আমি আজন্ম মুসাফির
প্রেম থেকে মন উঠে গেছে—আমি ইশকের কাফের
তোর ছবিতে আজ রং নেই, সব ধুলো, সব ছাই
শরীরের খাঁচা আছে, শুধু পাখিটার খোঁজ নাই
হাত দেখে বলেছিল, ওই রাস্তার ফকির
বলেছিল তুই নাকি, আমার লেখা তকদির
আজ দেখি সব ঝুট, সব ফাঁকা লকির
সব ফাঁকা লকির...
তাই বলি মানুষ প্রেমে পড়িস না
নিজেকে হারাস না
ইশক মানে জ্বলন্ত আগুন
হাত দিলে পুড়াস না
রে একটা বাড়ি বানিয়েছি, আমি বুকের ভেতর
কিছু ঘর স্বপ্নের, কিছু ঘর মেহমানদের
তবে একটা ঘর রেখেছি, তালা দিয়ে বন্ধ
সেই ঘরেই গুমরে মরে, কান্নার সব গন্ধ
চোখের জল 'তেজাব' হয়ে, মেঝে দেয় জ্বালিয়ে
পোড়া এই গোলাপ তো কেউ, নেয় না আর কুড়িয়ে
ফোনে তোর নামটা আজও, সেভ করা আছে
ডাক দিলেও আর আওয়াজ, পৌঁছায় না তোর কাছে
প্রেম নাকি থাকে মিশে, কাঁকনের ঝংকারে
মীরার ভজনে আর একতারার তারে
নদীর বুকে নৌকা ভাসে, ভাটিয়ালি সুরে
উদাস বাউল হারায় নিজেকে, অচিন এক দূরে
হীর-রাঞ্জা, মির্জা-সাহেবা—সব গল্পের শেষে
প্রেমিক শুধু দীর্ঘশ্বাস, ছাড়ে ভালোবেসে
শেষ নিশ্বাসে সাহেবা-মির্জাকে...
কী বলেছিল জানিস?
বলেছিল—
ওরে মানুষ প্রেমে পড়িস না
ইশক খুব ভারী বোঝা, সবাই বইতে পারে না
জ্যান্তে মরে দেখেছি
হাড়ের ভেতর রক্ত নেই আর...
সব কিছু পেয়ে গেছি এই জীবনে
শুধু শান্তিটুকু...
সুকুন পেলাম না রে…
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: