Shraddha and Shraddharghya / খড়গপুরে শ্রদ্ধা ও শ্রদ্ধার্ঘ্য সংস্থার যৌথ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান
Автор: Historia
Загружено: 2024-04-25
Просмотров: 434
Описание:
২০০৮ খ্রীস্টাব্দে স্বর্গীয় শিক্ষক নিরঞ্জন হালদার ওরফে ছোড়দা, বিশ্বনাথ চক্রবর্তী, বিশ্বনাথ দে ও লক্ষ্মণ বিষ্ণুর সামগ্রিক প্রচেষ্টায় বীরভূম জেলার সদর শহর সিউড়ীতে স্থাপিত হয়েছিল শ্রদ্ধা সংস্থা। মূল উদ্দেশ্য পরিবার তথা সমাজে শ্রদ্ধার জোয়ার আনা এবং বৃদ্ধ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে পরিবারের মধ্যে রেখে সেবা সুশ্রষা করা। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই সঙ্গে ভারতীয় সংস্কৃতির মৌলিক মূল্যবোধ পুনর্জাগরণের উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে প্রকৃত সমাজসেবী অশোক পড়িয়া সহ কয়েকজনের উদ্যোগে ২০১৯ এ স্থাপিত হয়েছিল শ্রদ্ধার্ঘ্য সংস্থা। এটি এখনো পর্যন্ত মোট ৬ জনকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। আসুন শুনে নিই সেকথা এবং দেখে নিই দুই সংস্থার যৌথ অনুষ্ঠান।
#shraddha
#socialservice
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: