Historia

We can't escape History :
Abraham Lincoln

অজানাকে জানার ও অচেনাকে চেনার আকাঙ্ক্ষা আমাদের চিরন্তন প্রবৃত্তি। মানবসভ্যতার ইতিহাসের প্রতি আমরা চিরকালই এক দুর্বার আকর্ষণ ও অদম্য স্পৃহা লালন করি। ফলে মানসিক উৎকণ্ঠাকে প্রশ্রয় দিয়ে, বহু কষ্ট ও ত্যাগ স্বীকার করে এবং প্রচুর অর্থ ব্যয় করে আমরা সুদূরের উদ্দেশ্যে পাড়ি দিই। কিন্তু এ মনোভাব অসম্পূর্ণ ও খণ্ডিত। কেননা এত শ্রম, ক্লেশ স্বীকার করেও আমাদের কোন একটা বিষয়ের ওপর সম্পূর্ণ ইতিহাস জানা সবসময় সম্ভব হয়ে ওঠে না। অথচ আমাদের চারপাশের সমাজ ও সংস্কৃতির মধ্যেই এমন অনেক আশ্চর্য ইতিহাস রয়েছে যাদের সিংহদ্বার আমাদের সামনে এখনো অবারিত হয়নি, যাদের সঠিকভাবে খুঁজে না পাওয়ায় ইতিহাসের বহুক্ষেত্র আজও অসম্পূর্ণ রয়ে গেছে। এইরকম আঞ্চলিক ইতিহাসের কিছু ক্ষেত্র হয়তো কালের প্রকোপে হারিয়ে গেছে, কিন্তু কিছু ক্ষেত্র আজও রয়ে গেছে আমাদের সমাজ ও সংস্কৃতির মধ্যেই। আমরা আমাদের এই ক্ষুদ্র ‘Historia’ চ্যানেলটির মাধ্যমে তারই কিছু ক্ষেত্র সযত্নে অনুসন্ধান করার প্রচেষ্টা করলাম।