ইসলামিক মহল। ফজরের নামাজের ফজিলত ও উপকার।Virtues and benefits of Fajr prayers.
Автор: ইসলামিক মহল - Islamic Mohol
Загружено: 2021-03-22
Просмотров: 72
Описание:
ইসলামিক মহল এর পক্ষ থেকে ফজরের নামাজের ফজিলত ও উপকার। হাদীসের আলোকে বর্ণনা করা হয়েছে এই ভিডিওতে।
পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। নিম্নে ফজরের নামাজ পড়ার ১০টি উপকার ও ফজিলতের বর্ণনা করা হলো। এগুলো জানার পর কারো আর ফজর সালাতের প্রতি গাফেলতি, অলসতা আসবে না। ইনশাআল্লাহ!
১) রাসূল (সা.) বলেন, ‘যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে ব্যক্তি ওইদিন আল্লাহর জিম্মায় চলে যায়। অর্থাৎ স্বয়ং আল্লাহ তায়ালা ওই ব্যক্তির দায়িত্ব নেন। (সহিহ মুসলিম, তিরমিজি ২১৮৪)।
(২) রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দেবে। (বুখারি, মুসলিম)।
(৩) যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে, সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবে না। (সহিহ মুসলিম: ৬৩৪)।
আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুন। তার সাথে পাচঁ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। _______________________________________________________( আমিন)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: