ইসলামিক মহল - Islamic Mohol

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।সুপ্রিয় ইসলামিক মহল এর দর্শকমন্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অন্তহীন রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন।

প্রিয় দর্শক মন্ডলী পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তাদের সবার কাজ ছিল মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌছিয়ে দেওয়া।নবী রাসূলগন আর আসবেনা। এজান্য নবীজী বিদায় হজ্বের সময় বলেছিলেন, তোমরা এখন এখানে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত দের কাছে দ্বীনের দাওয়াত
পৌছিয়ে দাও। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তুমি আপরের কাছে পৌছিয়ে দাও। (সুনানে ইবনে হিশাম)আল্লাহ রব্বুল আলামীন পবিত্র কুরআন মাজীদের মধ্যে বলেন তার চেয়ে উত্তম আর কে আছে,
যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে। (সুরা যুমার) যেহেতু নবী রাসূলগণ আর আসবেনা সেজন্য এই দাওয়াতের কাজ আমাদেরকেই করতে হবে। আর ইসলামিক মহল সেই দাওয়াত মানুষের দোর গোড়ায় পৌছিয়ে৷ দেওয়ার একটি অনলাইন মাধ্যম।

আার একটি ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ধন্যবাদ।