মাদ্দের পরিচিতি, প্রকারভেদ ও নিয়ম । সূরা আসর । কুরআন শিক্ষা কোর্স। ক্লাস ১১। Ashrafuzzaman Majumder
Автор: Al Ashraf
Загружено: 2023-08-11
Просмотров: 2132
Описание:
কুরআন শিক্ষা ক্লাস ১১
মাদ্দের পরিচিতি ও প্রকারভেদ।
সূরা আল-আসর প্র্যাকটিস ও অনুবাদ।
মাদ্দের পরিচয় ।
মাদ্দ অর্থ টেনে পড়া। কিছু কিছু আরবী শব্দ পড়ার সময় টেনে দীর্ঘ করে পড়তে হয়। এই টেনে পড়াকে মাদ্দ বলা হয়।
মাদ্দের হরফ তিনটি। যথা- আলিফ (ا), ওয়াও (وْ), ইয়া (يْ)।
মাদ্দের প্রকারভেদ : মাদ্দ মোট এগারো প্রকার, যাকে মৌলিকভাবে তিন ভাগে ভাগ করা যায়। যথা ১. এক আলিফ মাদ্দ ২. তিন আলিফ মাদ্দ ৩. চার আলিফ মাদ্দ
১. এক আলিফ মাদ্দ
দুইটি হরকতের উচ্চারণে যত টুকু সময় ব্যয় হয় তত টুকু সময় একটি হরকতের উচ্চারণে ব্যয় করাকে এক আলিফের পরিমাণ বলা হয়। অথবা এক আলিফ দ্বারা উদ্দেশ্য একটি খোলা আঙ্গুলকে মধ্যমগতিতে বন্ধ করতে যে সময় লাগে বা এক সেকেন্ড]
এক আলিফ মাদ্দ চার প্রকার।
১. মাদ্দে আছলী বা তবায়ি ২. মাদ্দে বদল
৩. মাদ্দে লীন ৪. মাদ্দে এওয়াজ
১. মাদ্দে আছলী বা তবায়ি
মাদ্দের হরফ : যবরের পরে খালি আলিফ (ا), পেশের পরে জযমযুক্ত (وْ) এবং যেরের পরে জযমযুক্ত (يْ) ইয়া হলে, তার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। একে মাদ্দে আছলী বা তবায়ি বলে।
মাদ্দের হরকত : খাড়া যবর, খাড়া যের, উল্টা পেশকে মাদ্দের হরকত বলা হয়। এই হরকতকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। একেও মাদ্দে আছলী বলে।
২. মাদ্দে বদল
হামযার হরকতের সাথে এক আলিফ পরিমাণ টেনে যে মাদ্দ পড়া হয়, তাকে মাদ্দে বদল বলে।
৩. মাদ্দে লীন
লীনের হরফ : লীন অর্থ নরম করা। লীনের হরফ দু’টি। যথা :و ي
যবরের পর জযম যুক্ত ওয়াও (وْ) ও ইয়া (يْ)-কে লীনের হরফ বলে। লীনের হরফ টেনে পড়তে হয় না; বরং ডান দিকের হরকতের সাথে তাড়াতাড়ি পড়তে হয়।
লীনের হরফের পরে ওয়াক্বফ করলে বা থামা হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। একে মাদ্দে লীন বলে।
৪. মাদ্দে এওয়াজ
দুই যবরে ওয়াক্ফ করলে এক যবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। একে মাদ্দে এওয়ায বলে।
২. তিন আলিফ মাদ্দ
তিন আলিফ মাদ্দ দুই প্রকার।
১. মাদ্দে আরযী।
২. মাদ্দে মুনফাছিল।
৩. চার আলিফ মাদ্দ
চার আলিফ মাদ্দ পাঁচ প্রকার।
১. মাদ্দে মুত্তাছিল
২. মাদ্দে লাযেম কালমি মুসাক্কাল
৩. মাদ্দে লাযেম কালমি মুখফফাফ
৪. মাদ্দে লাযেম হারফি মুসাক্কাল
৫. মাদ্দে লাযেম হারফি মুখফফাফ
তিন আলিফ মাদ্দ দুই প্রকার। যথাঃ
(১) মাদ্দে আরেজী (Madd Aaridh)
(২) মাদ্দে মুনফাসিল (Madd Munfasil)
মাদ্দ অর্থ কি ? (Maad Meaning )
মাদ্দ অর্থ দীর্ঘ করা বা লম্বা করা। পরিভাষায় টেনে বা দীর্ঘ করে পড়াকে মাদ্দ বলে।
মাদ্দ এর হরফ কয়টি ও কি কি?(Madd Letters)
মাদ্দের হরফ তিনটি। যেমনঃ ( ا, و , ى )
মাদ্দ কত প্রকার ও কি কি? (Types of Madd)
এক আলিফ মাদ্দ
এক আলিফ মাদ্দ কত প্রকার?
এক আলিফ মাদ্দ তিন প্রকার। যথাঃ
(১) মাদ্দে তবায়ী (Madd Tabee'ee)
(২) মাদ্দে বদল (Madd Badal )
(৩) মাদ্দে লীন (Madd Leen)
মাদ্দে তবায়ী কাকে বলে?
যবরের বাম পাশে খালি আলিফ (ا), যেরের বাম পাশে যযম ওয়ালা ইয়া (يْ), পেশের বাম পাশে যযম ওয়ালা ওয়াও (وْ) হলে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে তবায়ী বলে বা মাদ্দে আছলী বলে। (madd asli meaning)
যেমনঃ( بَا, بِيْ , بُوْ )
আবার খাড়া যবর ( ٰ ), খাড়া যের ( ٖ ), উল্টা পেশ ( ٗ ) থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমনঃ ( قٰلَ, بِهٖ, لَهٗ )
মাদ্দে বদল কাকে বলে?
মাদ্দের হরফের পূর্বে “হামযাহ” আসলে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে বদল বলে।আবার হামযায় খাড়া যবর ( ٰ ), খাড়া যের ( ٖ ), উল্টা পেশ ( ٗ ) হলে তাকেও মাদ্দে বদল বলে । যেমনঃ
١ِيمَانََا
١ُوْمِنَ
١ٰمَنَ
١ٰمِيْنُٗ
١ٖلٰفِ
١ُوْتِيَ
লীনের হরফ শিক্ষা
লীনের হরফ কয়টি?
লীনের হরফ ২টি।যথাঃ
যবর এর বাম পাশে যযম ওয়ালা ওয়াও (وْ)
যবর এর বাম পাশে যযম ওয়ালা ইয়া (يْ)
মাদ্দে লীন কাকে বলে?
ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন এর পূর্বে যবর হলে এবং পরবর্তী হরফে ওয়াক্ফ (নিঃশ্বাস ও আওয়াজকে শেষ করে পড়ার নাম ওয়াক্ফ) করলে এক আলিফ টেনে পড়তে হয় , ইহাকে মাদ্দে লীন বলে। যেমনঃ خَوْفُٗ , بَيْتُٗ
এক আলিফ পরিমাণ লম্বা বলতে কতটুকু বোঝায়?
দুটি হরকত পড়তে যতোটুকু সময় লাগে এক আলিফ টেনে পড়তে ততোটুকু সময় লাগে।আবার , একটি আংগুল স্বাভাবিক গতিতে বন্ধ থেকে খুলে সোজা করতে যে সময় লাগে সেই সময় পরিমান হচ্ছে এক আলিফ।
মাদ্দে আরেজী কাকে বলে?
মাদ্দের হরফের পরে ওয়াক্ফ করলে এবং পরবর্তী হরফটি অস্থায়ী সাকিন হলে তিন আলিফ টেনে পড়তে হয়। ইহাকে মাদ্দে আরেজী বলে। যেমনঃ يَعْلَمُوْنَ , حِسَابُٗ
মাদ্দে মুনফাসিল কাকে বলে?
মাদ্দের হরফের বাম পাশে আলিফের ছুরতে হামযাহ আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। ইহাকে তিন আলিফ লম্বা করে পড়তে হয়।যেমনঃ لَآاِلٰهَ اِلَّااللّٰهُ
মাদ্দে মুত্তাসিল কাকে বলে?
মদের হরফের পরে একই শব্দে হামযাহ্ আসলে চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। যেমনঃ جَآءَ, سَوَآءُٗ
মাদ্দে লাযিম কালমী মুসাক্কাল কাকে বলে?
একই শব্দে মাদ্দের হরফের পরে তাশদীদ যুক্ত হরফ আসলে চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লাযিম কালমী মুসাক্কাল বলে।যেমনঃ ضَآلََّا, دَآبَّةِ
মাদ্দে লাযিম কালমী মুখাফ্ফাফ কাকে বলে?
একই শব্দে মাদ্দের হরফের পরে যজম যুক্ত হরফ আসলে চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লাযিম কালমী মুখাফ্ফাফ বলে।যেমনঃ اٰلْٓئٰنَ , اٰلْٓاٰنَ
মাদ্দে লাযিম হারফী মুসাক্কাল কাকে বলে?
কোনো শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মাদ্দের হরফের পর তাশদীদ যুক্ত সাকিন আসলে চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লাযিম হারফী মুসাক্কাল বলে।যেমনঃ الٓمّٓ , طٰسٓمّٓ
মাদ্দে লাযিম হারফী মুখাফ্ফাফ কাকে বলে?
কোন শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মাদ্দের হরফের পর যজম যুক্ত সাকিন আসলে চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লাযিম হারফী মুখাফ্ফাফ বলে।যেমনঃ عٓسٓقٓ, قٓ, نٓ
#মাদ্দের পরিচিতি, #প্রকারভেদ ও #নিয়ম । #সূরা #আসর । #কুরআন #শিক্ষা #কোর্স। #ক্লাস ১১। #Ashrafuzzaman ##মজুমদার #majumder
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: