সবার জন্য অনলাইন কুরআন শিক্ষা কোর্স।
Автор: Al Ashraf
Загружено: 2023-07-06
Просмотров: 1085
Описание:
কুরআন শিক্ষা কোর্সটি কাদের জন্য?
যারা কুরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করতে আগ্রহী।
যারা কুরআন পড়তে পারেন কিন্তু পড়া সহীহ হয় না।
যারা শত ব্যাস্ততার মধ্যেও কুরআন শিখতে চান।
যারা নামাজের সূরাহ গুলো সহীহ শুদ্ধভাবে শিখতে চান।
যারা কুরআন ও আরবি শুদ্ধভাবে (তাজবীদ সহ) পড়তে চান।
কোর্সটি সকল বয়সী নারী-পুরুষ ও পেশাজীবীদের জন্য উন্মুক্ত।
সবার জন্য অনলাইন কুরআন শিক্ষা কোর্স। ওরিয়েন্টেশন ক্লাস । কোর্স প্রশিক্ষক : Ashrafuzzaman Najunder
কুরআন পাঠকারী প্রত্যেক হরফের জন্য সওয়াব লাভ করে: কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিরাট সওয়াব অর্জন করার সুযোগ রয়েছে। এর সাথে অনেক উপকারিতাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ তিলাওয়াত করবে তার জন্য রয়েছে একটি নেকী। আর প্রতিটি নেকী দশ গুণ বৃদ্ধি পাবে। আমি বলছি না, ‘আলিফ লাম মীম’ একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মীম একটি হরফ। অর্থাৎ কেউ যদি শুধু ‘আলিফ লাম মীম’ তিলাওয়াত করে তাহলেও ত্রিশ নেকী লাভ করবে। (জামে তিরমিযী : ২৯১০ মিশকাত ২১৩৭)
হযরত আবু উমামা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি : তোমরা কোরআন তিলাওয়াত করো। কেননা, কোরআন কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। (সহীহ মুসলিম : ৮০৪)।
وَلَقَدۡ يَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ ٢٢
আমি কুরআনকে শিক্ষা ও উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। কেউ কি আছে তাতে নিহিত শিক্ষা ও উপদেশসমূহ থেকে শিক্ষা গ্রহণ করবে?!
সূরা আল কমার, আয়াত: ২২
কুরআন পাঠ করার আদব বা শিষ্টাচার :
পবিত্রতা অর্জন করা :
পবিত্র অবস্থায় তথা ওযূ অবস্থায় কুরআন তেলাওয়াত করা উত্তম। রাসূল (ছাঃ) বলেন, ওযূ ব্যতীত আমি আল্লাহর নাম নেয়া অপছন্দ করি অথবা তিনি বললেন, পবিত্রাবস্থায় ব্যতীত’।আবূদাঊদ-১৭; নাসাঈ -৩৮; মিশকাত-৪৬৭;
আর কুরআন তেলাওয়াত যিকরের অন্তর্ভুক্ত। তবে ওযূ ছাড়াও কুরআন তেলাওয়াত করা যাবে। আয়েশা (রাঃ) রাসূল (ছাঃ) সম্পর্কে বলেন, ‘রাসূলুল্লাহ (ছাঃ) সর্বাবস্থায় আল্লাহর যিকর করতেন’।মুসলিম -৩৭৩; আবূদাঊদ-১৮; তিরমিযী-৩৩৮৪ তাই ওযূ ছাড়াও তেলাওয়াত করা যাবে। কিন্তু ওযূ অবস্থায় তেলাওয়াত করা উত্তম।
তেলাওয়াতের শুরুতে আঊযুবিল্লাহ পাঠ করা:
তেলাওয়াতের শুরুতে আঊযুবিল্লাহ পাঠ করা। আল্লাহ তা‘আলা বলেন,فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ ‘যখন তুমি কুরআন তেলাওয়াত কর, তখন (শুরুতে) বিতাড়িত শয়তান হ’তে আল্লাহর আশ্রয় প্রার্থনা কর’ (সূরা নাহল ১৬/৯৮)।
তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ বলা :
তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। যদি কেউ তেলাওয়াতের ক্ষেত্রে বিসমিল্লাহ ছেড়ে দেয়, তবুও তার তেলাওয়াত সিদ্ধ হবে। কিন্তু সুন্নাত পরিত্যাগ করা হবে। এজন্য তেলাওয়াতের ক্ষেত্রে বিসমিল্লাহ পড়াকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তারতীল ও তাজবীদসহ তেলাওয়াত করা : ধীরে-সুস্থে কুরআন তেলাওয়াত করা। আল্লাহ বলেন وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيْلاً ‘আর কুরআন তেলাওয়াত করুন ধীরে-সুস্থে সুন্দরভাবে’ (সূরা মুযযাম্মিল-৭৩/৪)।
উসমান ইবনে আফফান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিখে অপরকে শিক্ষা দেয়। (বুখারী ৫০২৭-৫০২৮)
আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের (শুদ্ধভাবে পাঠকারী ও পানির মত হিফযকারী পাকা) হাফেয মহাসম্মানিত পুণ্যবান লিপিকার (ফিরিশতাবর্গের) সঙ্গী হবে। আর যে ব্যক্তি (পাকা হিফয না থাকার কারণে) কুরআন পাঠে ‘ওঁ-ওঁ’ করে এবং পড়তে কষ্টবোধ করে, তার জন্য রয়েছে দু’টি সওয়াব। (একটি তেলাঅত ও দ্বিতীয়টি কষ্টের দরুন।) (বুখারী ৪৯৩৭, মুসলিম ১৮৯৮)
ভাল পড়তে পারেন না, ভুল হয়ে যেতে পারে এই আশংকায় পড়া বাদ দেয়া ঠিক হবে না, কারণ যে ব্যক্তি তার জন্য কঠোর ও কষ্টকর হওয়া সত্ত্বেও কুরআন পাঠ করে তার জন্য দু’টি পুরস্কার। (সহিহ মুসলিম ১৭৩৫, ১৭৪৮)
কোরআনুল কারীমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে তাঁর সঙ্গে যোগাযোগ ও সম্পর্কের ব্যবস্থা করে দিয়েছেন। বলেছেন : তোমরা আল্লাহর রজ্জু (অর্থাৎ আল কোরআনকে) মজবুতভাবে আঁকড়ে ধরো। বিচ্ছিন্ন হয়ো না। (সূরা আলে ইমরান : ১০৩)। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাইলে কোরআন শিক্ষার বিকল্প নেই। , ﴿ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ﴾ [المزمل: ٢٠] ‘অতএব তোমরা কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়’[সূরা আল-মুযযাম্মিল: ২০]।
মহাগ্রন্থ আল-কুরআনকে মহান আল্লাহ তায়ালা হেদায়াত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন। তাই দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার জন্য এবং সকল অনিষ্ট থেকে মুক্ত থাকার জন্য কুরআন শেখা প্রয়োজন। তবে কোরআন পড়তে পারার পাশাপাশি কোরআন বোঝারও চেষ্টা করতে হবে। ﴿ ﺇِﻥَّ ﻫَٰﺬَﺍ ﭐﻟۡﻘُﺮۡﺀَﺍﻥَ ﻳَﻬۡﺪِﻱ ﻟِﻠَّﺘِﻲ ﻫِﻲَ ﺃَﻗۡﻮَﻡُ ﴾ [ ﺍﻻﺳﺮﺍﺀ : ٩ ] অর্থ: ‘নিশ্চয় এ কুরআন এমন পথ-প্রদর্শন করে, যা সর্বাধিক সরল ও সঠিক’। [সূরা বনি-ইসরাঈল:০৯] কুরআন শিক্ষা করা ফরজ আর যেহেতু কুরআন তিলাওয়াত ছাড়া নামাজ হয় না তাই এ দুটি কারণই সবার জন্য যথেষ্ট হওয়া উচিৎ।
Course Instructor
Hafez Ashrafuzzaman Majumder
M.A in Arabic, Islamic Arabic University
M.A in Islamic Studies, University of Dhaka
I have been teaching Al-Quran, Tajweed, Understanding of Salah & Duas, English & Arabic languages to various students from home and abroad online-offline since 2010.
#সবার #জন্য #অনলাইনে #কুরআন #শিক্ষা #কোর্স। #ওরিয়েন্টেশন #ক্লাস । কোর্স #প্রশিক্ষক : #ashrafuzzaman #Najunder
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: