পিতার না পাঠানো চিঠি|| বাবা - শাহাদাত রাসএল|| কণ্ঠে - তিতলি পাল
Автор: Projapatir Galpo 🦋
Загружено: 2025-03-15
Просмотров: 81
Описание:
আজকে তথাগত ঋকের জন্মদিন:
একটা ঘটনার প্রেক্ষিতে তিন বছর আগে আমি একটি চিঠি লিখেছিলাম আমার পুত্র তথাগত ঋকের জন্য।
চিঠির কথাগুলো আমি ওকে প্রতিদিন বলতে চাই।
চিঠিটা নিচে যুক্ত করছিঃ
প্রিয় ঋক,
গতকাল একটা সংবাদ পড়লাম। একজন নারী আত্মহত্যা করেছেন কিংবা তাকে হত্যা করা হয়েছে। কেননা দাম্পত্যকলহ বেড়েছিলো ভীষণ। অথচ মেয়েটি সব যন্ত্রণা সহ্য করেও মুখ বুজে ছিলো নিজের বাবা মায়ের তথাকথিত সম্মান রক্ষা করতে। বাবা মা বলেছিলো মেয়েদের একবারই বিয়ে হয়। ভালো মানুষেরা কখনো ডিভোর্স নেয়না। মেয়েটিও সেটাও বিশ্বাস করেছিলো। মেয়েটি বোকা ছিলো।
সেই নিউজ পড়েই তোকে লিখতে ইচ্ছে হলো কিছু কথা। তুই ছেলে না হয়ে মেয়ে হলেও তোকে এই কথাগুলোই বলতাম।
তোর প্রতি আমার আবেগকে পাশে সরিয়ে রেখে কিছু কথা বলি।
আমার দাদা আর দাদুর ঘরে জন্মেছিলো তোর দাদা। তোর দাদা আর দাদুর ঘরে আমি। আমি আর তোর মায়ের ঘরে তুই। ঠিক এই সার্কেলটাই চলছে আদিকাল থেকে। এখানে স্পেশাল কিছু নেই। আমি আর তোর মা কেবল একটা প্রচলিত সিস্টেমের মাঝে চলছি। যেভাবে সবাই চলে। তোকে জন্ম দেয়াটা আমাদের কোনো মহৎ কর্ম নয়। তোকে অনেকটা কষ্ট করে বড় করে তোলাটাও তোর প্রতি আমাদের বিশেষ কোনো দয়া বা ভালোবাসা নয়। এটাই মানবজাতির চলমান প্রক্রিয়া। আমরা বাবা মা হলেও তোর জীবনের মালিক নই। নই নিয়ন্ত্রণকারী। আমাদের সেই অধিকার নেই। থাকা উচিতও না। আমরা নিশ্চয়ই আমাদের ফটোকপি টাইপ আরেকটা রোবট বানাইনি। যে আমাদের ইচ্ছে অনিচ্ছায় জীবন কাটাবে।
তুই সবসময়ই একজন স্বাধীন মৌলিক মানুষ। তোর জীবনটা একান্তই তোর। সেখানে তোর নিয়ন্ত্রণ থাকুক শতভাগ। আমি আর তোর মা তোকে কিছু ভালো মন্দের ফিল্টার চিনিয়ে দিতে পারি মাত্র। যেই ফিল্টারগুলো দিয়ে তুই তোর চিন্তা ও আচরণকে মানবিক মূল্যবোধের ভিত্তিতে চালাতে পারিস। আবার কখনো এই ফিল্টারকে তুই ভুল মনে করলে ছুঁড়ে ফেলতে পারিস। আমি তোকে শেখাতে পারি মানুষ শব্দটা কতোটা সুন্দর ও মহান। আমি তোকে বোঝাতে পারি কিভাবে আমরা পৃথিবীকে ধ্বংস করে অজস্র প্রাণী ও প্রকৃতিকে ধ্বংস করেও নির্লজের মতো নিজেদেরকে সৃষ্টির সেরা জীব বলে দাবী করি। আমি তোকে সেই লজ্জাটা বুঝিয়ে দিতে পারি। তারপর ধীরে ধীরে তোর বুদ্ধিমত্তা বাড়বে তুই নিজেই ভালো মন্দ বুঝে ফিল্টারিং করে নিতে পারবি আমার কথাগুলো।
কিন্তু মনে রাখিস তুই মৌলিক মানুষ। সেখানে আমাদের বিশ্বাস বা অবিশ্বাস যাতে কখনো তোর উপর চাপিয়ে দিতে না পারি। শক্ত হাতে এটাকে প্রতিহত করবি। আমাদের কোনো পরামর্শ তোর কাছে গ্রহণযোগ্য মনে হলে মেনে নিবি, গ্রহণযোগ্য মনে না হলে সেটাকে ত্যাগ করবি। তোর বাবা মা স্ট্রেইট তাই বলে অনিচ্ছায়ও তোকে স্ট্রেইট হতেই হবে এই দায় তোর নেই। তুই তোর পছন্দ অনুযায়ী গে হতে পারিস, স্ট্রেইটও হতে পারিস। তোর বাবা এথিস্ট বলে তোকে এথিস্ট হতে হবে অথবা তোর মা রিলিজনে বিলিভ করে বলেই তোকেও বিলিভ করতে হবে এমন কোনো দায় তোর নেই। তুই তোর চিন্তা ও যুক্তির প্রয়োগ করে আইএসএও যোগ দিতে পারিস আবার নাসায়ও যোগ দিতে পারিস। তুই ব্যাবসায়ী হতে পারিস আবার ভবঘুরেও হতে পারিস। কিন্তু যাই করিস সবার আগে জরুরী চিন্তাশীল একটা মস্তিষ্ক তৈরি করে নেয়া। সেই চেষ্টা ও যত্নটুকো আমরা করবো তুই প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত।
আমি বা তোর মা আমাদের কারো নামের সাথে মিলিয়ে তোর নাম রাখিনি। কারণ আমরা চাইনি যে তোর সাথে আমরা একটা ছায়া হয়ে জুড়ে থাকি। তোকে মুক্ত একজন মানুষ হিসেবে গড়ে তোলার প্রথম পদক্ষেপ ভাবতে পারিস এটাকে। এমনকি তোর নামের সাথে আমরা প্রচলিত কোনো ধর্মীয় অলংকরণও লাগাইনি। আবার এটাও ঠিক তথাগত ঋক নামটা পছন্দ না হলে তুই চাইলেই নাম পালটে নিতে পারবি। চাইলেই কোনো ধর্মের সাইন লাগিয়ে নিতে পারবি। চাইলে সেটাকে অস্বীকারও করতে পারবি। নামটা পাল্টে নিলেও সেটাকে ভীষণ সুন্দর একটা ব্যাপার হিসেবেই দেখবো আমরা।
মনে রাখবি আমরা বেশিরভাগ মানুষ ৭০ বছর বেঁচে থাকলে তার মাঝে ১০ বছরও নিজের ইচ্ছেমত বাঁচিনা। আমরা বাঁচি পরিবারের ইচ্ছেমত, সমাজের ইচ্ছেমত, রাষ্ট্রের ইচ্ছেমত, ধর্মের ইচ্ছেমত। এটাকে জীবন বলেনা ঋক।
তুই যতোটা পারিস তোর ইচ্ছেমতো বাঁচিস। আমি সমাজসেবা করার জন্য তোকে জন্ম দিইনি, আমি পরিবারের ঐতিহ্যের জোয়াল টানার জন্য তোকে জন্ম দিইনি, রাষ্ট্রের সংবিধানকেই জীবন বিধান বানাতেও তোকে জন্ম দিইনি। তোকে জন্ম দিয়েছি তোর জন্য। এখানে তুইটাই একমাত্র সত্য। তোর ইচ্ছেটাই সত্য।
যার সাথে জীবনের সুখ খুঁজে পাবি তার সাথেই থাকবি। যার সাথে জীবনের অসুখ খুঁজে পাবি তার কাছ থেকেই সরে আসবি। কে কি বললো সেটা তোর ভাবনা না। কাউকে ভালোবাসার জন্য কোনো নিদৃষ্ট সময় নেই, তেমনই দুজনার সুখের জন্য ছেড়ে আসারও কোনো নিদৃষ্ট সময় নেই। নিজেকে নিয়ে নিরীক্ষা করবি। নিজেকে নিজেই খুঁজে নিবি। আমরা কেবল তোকে একটা প্রাথমিক কাঠামো দিচ্ছি। তুইটাকে তৈরি করবি তুই নিজেই। তুইটাকে খুঁজে নিবি তুই নিজেই। স্বাধীন মুক্ত মানুষ অনন্য সুন্দর। শৃঙখলিত মানুষ অসুন্দর।
কেবল আমরা তোকে অনুরোধ করতে পারি যে তোর জীবনটাকে মানবিক মূল্যবোধ দিয়ে পরিচালিত করিস। তোর দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হোক। কেউ তোর কাছ থেকে কষ্ট না পাক। দেখবি অজস্র মানুষ তোকে ভালোবাসবে। আর মানুষের ভালোবাসার চেয়ে সুন্দর কিছু নেই।
শুভ জন্মদিন
ভালোবাসা আমার
বাবা শাহাদাত রাসএল
#plzsubcribe #bengali #love #poetry #bengalistoryteller #bengalistory #bengalistorytelling #fatherlove #fathersday @ParomitaPramanick @BengaliFairyTales @Story_time31
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: