Projapatir Galpo 🦋

Projapotir Galpo 🦋 (The Story of the Butterfly)

একটা ছোট্ট প্রজাপতি🦋 — রঙিন ডানায় ভর করে — স্বপ্ন দেখত নিজের জগৎ গড়ার। সে ভাবত, "যদি আমার ডানায় শব্দ জড়িয়ে উড়ে যেতে পারে, যদি ছন্দ হয়ে ওঠে আমার নিশ্বাস, যদি প্রতিটি পদক্ষেপ একেকটা নৃত্যের মতো হয় — তবে না হয় আমার নিজের একটা গল্প হবে!"

সেই ভাবনা থেকেই জন্ম নিল প্রজাপতির গল্প।

এই চ্যানেলটা ঠিক যেন একখানা ডায়েরি — যেখানে লেখা থাকে কবিতার ছায়ায় ঢাকা কোনো বিকেল, কিংবা নৃত্যের মাধ্যমে বলা কোনো মনের কথা। কোথাও পাহাড়ের কোলে ঘোরার আনন্দ, তো কোথাও একাকিত্বে ভেসে আসা আবৃত্তির সুর।

দিন যায়, রাত যায় — কিন্তু প্রজাপতি থামে না। তার গল্পগুলো এখন অন্যদের হৃদয় ছুঁয়ে যায়। কেউ শোনে, কেউ দেখে, কেউ আবার আপন করে নেয়।

প্রজাপতির গল্প আর শুধু একটা চ্যানেল নয় — এটা একটা অনুভব, একটা রঙিন জগৎ, যেখানে শিল্প, ভালোবাসা, আর স্বপ্ন মিশে একাকার।


One story must Friday .......
keep watching 🙏

---

Plz subscribe my channel and like, Shere & comments
❤️🙏🙏🙏❤️

[email protected]