হঠাৎ!!!! করেই ঘুম থেকে উঠে দেখলেন মুখের একপাশে অবস হয়ে আছে। আপনি কি "বেলস পালসি" তে আক্রান্ত?
Автор: Electronic Acupuncture & Hijama Treatment Center
Загружено: 2024-01-03
Просмотров: 36
Описание:
💥বেলস পালসি মুখের পেশির প্যারালাইসিস। অর্থাৎ বেলস পালসি হলো এমন একটি অবস্থা, যা মুখের পেশীগুলোর অস্থায়ী দুর্বলতা বা পক্ষাঘাত ঘটায়। মস্তিষ্ক থেকে আসা ৭ নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম ফেসিয়াল নার্ভ, যা মুখের পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এটি আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেলে তাকে ফেসিয়াল প্যারালাইসিস বা বেলস পালসি বলে। যেকোনো বয়সের নারী-পুরুষ এ রোগে আক্রান্ত হতে পারে।
💥 চিকিৎসা বিজ্ঞানে এ রোগের কারণ এখনও অজানা। এই রোগের বা ভাইরাসের প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই। তবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিছুটা কম থাকে। আবার এই রোগের চিকিৎসা পদ্ধতিও খুবই সহজ।
💥বেলস পালসি হলো ফেসিয়াল পালসি। ফেসিয়াল পালসি দুই ধরনের হয়।
১. মুখের এক পাশ কপাল থেকে শুরু করে একদম থুতনি পর্যন্ত যদি প্যারালাইজড হয়ে গেলে এটাকে লোয়ার মোটর নিউরন টাইপ অব ফেসিয়াল পালসি বলে।
২. কপালের অংশ বাদে চোখ থেকে নিচের অংশ প্যারালাইজড হলে সেটাকে আপার মোটর নিউরন টাইপ অব ফেসিয়াল পালসি বলে।
💥সহজ ভাষায় মুখের যেকোনো এক সাইডের প্যারালাইসিস হয়ে যাওয়াই বেলস পালসি। এর জেনেটিক কোনো কারণ নেই এবং যে কোনো বয়সের মানুষ এতে আক্রান্ত হতে পারে। তবে চিকিৎসা বিজ্ঞানীদের পর্যবেক্ষণ হচ্ছে তরুণ বয়সে বেশি হয়। পুরুষ, মহিলা, এমনকি শিশুদেরও এ রোগ হতে পারে।
👉আকুপাংচার হল বেলস পলসির জন্য সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি। মুখের চ্যানেলগুলিকে পুনরায় সংযোগ করতে এবং রক্তের ভারসাম্য ফিরিয়ে আনতে শরীরের নির্দিষ্ট অংশে ছোট সূঁচ স্থাপন করে আকুপাংচার করা হয়। যেহেতু আকুপাংচার চীন দেশের প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
তাই প্রায়শই চীনা ভেষজ ওষুধ, কাপিং বা ইলেক্ট্রো-আকুপাংচার চিকিৎসা ফেসিয়াল নাভ গুলিকে শক্তিশালী করতে এবং মুখের লক্ষণগুলি উন্নত করতে ব্যবহার করা হয়।
👉আরও বিস্তারিত জানতে কল করুন: ০১৭৫৮৯৮২৬০১
অথবা যোগাযোগ করুন: গ্ৰীণ অষ্ট্রাল দ্বিতীয় তলা ২, আউটার সার্কুলার রোড মগবাজার ঢাকা- ১২১৭
.
.
.
.
#acupuncture #acupunctureworks #backpaintreatment #backpainexercises #pain #migrain #acupressure #plid
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: