Electronic Acupuncture & Hijama Treatment Center

ইলেকট্রনিক আকুপাংচার এন্ড হিজামা ট্রিটমেন্ট সেন্টারে মূলত সকল ধরনের ব্যথার চিকিৎসা সেবা প্রদান করা হয়। এইখানে মূলত প্যারালাইসিস,মাইগ্ৰেন, কোমর ব্যথা, সায়াটিকা,বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, আর্থারাইটিসের সমস্যা, সাইনাসের সমস্যা, চুলপড়া,গ্যাসট্রিকের সমস্যা সহ ১০০ ধরনের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। বর্তমানে এই সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা: এ,কে,এম জাহাঙ্গীর খান। তিনি চীন, জাপান ও হংকং থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ও দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আন্তর্জাতিক আকুপাংচার সোসাইটির হংকং (আই এ এস ) এর স্থায়ী কমিটির সদস্য। এছাড়া তিনি ইলেকট্রনিক আকুপাংচার ট্রিটমেন্ট সেন্টার জাপানের প্রাক্তন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।