Exploring Shimla City অদেখা শিমলা Himachal Tour Ep 02
Автор: Pahar Sumon
Загружено: 2025-12-11
Просмотров: 99
Описание:
ভারতের অন্যতম সুন্দর একটি রাজ্য হিমাচল প্রদেশের রাজধানী শহর শিমলা । হিমাচল শুধুমাত্র ভারতবর্ষের না গোটা পৃথিবীর নানা স্থান থেকে ভ্রমনপিপাসু মানুষেরা ঘুরতে আসেন চমৎকার এই রাজ্যে । ফাগু , কুফরি সহ শিমলা শহরের পাশেই আছে নানা চমৎকার সব ভ্রমণ গন্তব্য কিন্তু আজকে আমরা শুধুমাত্র শিমলা শহরটাকে একটু অন্যভাবে দেখতে চাই। এই শহর শুধুমাত্র হিমাচল রাজ্যের রাজধানী ই নয় , আমার কাছে হিমাচল রাজ্যের সবচেয়ে সুন্দর শহর মনে হয় এই শিমলাকেই । পাহাড়ের প্রায় প্রতীতি শহরেই একটি করে মল রোড থাকে তবে এই শহরের মল রোড অন্য সব শহরের মল রোডের চেয়ে আলাদা । সিমলার মল রোড থেকে দুপাশে পাহাড়ের চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন সারাদিন । এই শহরের সকল ধরনের সাংস্কৃতিক কর্মকান্ডের কেন্দ্রস্থল " দ্যা রিজ " এই মল রোডের পাশেই। শুধু কি তাই মল রোডেই আছে ১৮৫৭ সালে নির্মিত ভারতের দ্বিতীয় প্রাচীন গীর্জা ক্রাইস্ট চার্চ । নিও গোথিক স্থাপত্যা এর নিদর্শন এই চার্চটি এর এলিজাবেথিয় নকশা আর এই মল রোডের চারপাশের উৎসব মুখর পরিবেশ মুগ্ধ করবেই । এই শহরে চমৎকার টয় ট্রেন অর্থাৎ কালকা - শিমলা রেল লাইন , তার পাশের ১৩০ বছরের অধিক পুরনো ভ্যাইসরিগেল লজ , শিমলার প্রথম ক্যাথলিক চার্চ সেন্ট মাইকেল ক্যাথিড্রাল সহ অসংখ্য পুরনো স্থাপনা আছে এই শহরে । সেই সাথে আছে এখানকার বিখ্যাত খাবার , রাস্তাঘাট , মানুষ , পেইন্টিং সহ অনেক কিছু । যা আমরা সারাদিন ঘুরে দেখেছি , আপনাদের দেখানোর চেষ্টা করছি । ভালো লাগলে মতামত জানাবেন। শেয়ার করবেন । ভালো থাকবেন । আর ভ্রমণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে । ভালবাসা অবিরাম
👤 My Facebook Page : / rezaulkarimsumon.official
👤 Sumon's Tourism FB Page : / sumonstourism
👤 Facebook Group : / sumonstourism
👤 Contact : +8801877027277
#cht #chittagonghilltracts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: