Buxa Tiger Reserve To Lepchakha | Lepchakha Part 2
Автор: Pahar Sumon
Загружено: 2026-01-22
Просмотров: 10
Описание:
লেপচাখা। ভারতের বুকে ছোট্ট এক টুকরো ভুটান । বক্সা টাইগার রিজার্ভ থেকে লেপচাখা । বক্সা ফোর্ট
হিমালয়ের পাদদেশের সমতল অঞ্চলের প্রাকৃতিক গভীর বনাঞ্চলের তো আছেই, সেই সাথে পাচ হাজার ফুট উচ্চতায় উঠে, একই সাথে ভূটানের পাহাড় ,ভূটানের ডুপ্পা জাতিগোষ্ঠী , ভুটানে না গিয়েও তাদের ধর্ম কৃষ্টি কালচার দেখার ও অনুভবের সুযোগ , পাহাড়ের উপর থেকে ডুয়ার্সের গভীর সবুজ বনাঞ্চল দেখা, সেই সাথে শত শত প্রজাতির পাখি দেখার সুযোগ তো আছেই।
পৃথিবীর প্রাচীন বানিজ্যপথ যা বার্মা থেকে বাংলাদেশের নদী হয়ে ডুয়ার্সে এসে ভাগ হয়ে নানা পথ দিয়ে হিমালয়ের উপরের দিকে উঠে গিয়েছে। হিমালয়ের উপরের দিকে ওঠার সেই প্রাচীন বানিজ্যপথের ই একটি এই লেপচাখা হয়েই। লেপচাখা যাওয়ার এই রাস্তা দিয়ে একসময় তিব্বত যাতায়াত হতো । তাছাড়া বক্সা টাইগার রিজার্ভ পেরিয়েই লেপচাখা যাওয়ার পথেই মিলবে চমৎকার বক্সার ফোর্ট। বলা হয়ে থাকে এই বক্সা ফোর্টেই নেতাজী সুভাষকে বন্দী করে রাখা হয়েছিলো। এবার এই পর্বে দেখানো হয়েছে বক্সা ফোর্ট এবং ফোর্ট নিয়ে বিস্তারিত সবকিছু।
বক্সার রিজার্ভ থেকে লেপচাখা যাওয়ার পুরো পথটি অসাধারন, সেই সাথে জানতে পারবেন ভুটানের ডুপ্পা আদিবাসীদের জীবনযাপন সম্পর্কে। প্রকৃতির সাথে তাদের সম্পর্ক জন্ম থেকেই । প্রান প্রকৃতি ,বন, গাছপালা সেই সাথে ধর্ম আর সংস্কৃতির কি অপূর্ব মেলবন্ধন তা এই ডুপ্পা জাতিগোষ্ঠীর সান্নিধ্যে না আসলে জানতে পারতাম না।
সুমন্স ট্যুরিজম মানে শুধুমাত্র কোনো পর্যটন স্পটে গিয়ে দু চারদিন ঘুরে আসা নয়। বরং আমাদের কাছে ট্যুরিজম মানে ভিন্ন কিছু। দেশের বাইরে আমরা বাংলাদেশ থেকেই এখন হোটেল বা হোমস্টে বুকিং করে দিয়ে থাকি। সেইসাথে আমাদের সাথে যেকোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ তো আছেই। । যেকোনো ধরনের গ্ট্যুরপ, কর্পোরেট, কাপল বা ইউনিভার্সিটি ট্যুর কিংবা হোটেল রিসোর্ট হোম স্টে বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে +8801877027277 (What's App) এই নাম্বারে । ভালবাসা অবিরাম।
👤 My Facebook Page : / rezaulkarimsumon.official
👤 Sumon's Tourism FB Page : / sumonstourism
👤 Facebook Group : / sumonstourism
👤 Contact : +8801877027277
#cht #chittagonghilltracts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: