যারা কম খরচে বারদী বাবা লোকনাথ মন্দিরে যেতে চান এই ভিডিওটি তাদের জন্য।
Автор: Mr&Mrs Shradha Chitra
Загружено: 2023-02-25
Просмотров: 2039
Описание: নারায়ণগঞ্জ জেলা থেকে ৩৪ কিলোমিটার দূরে সোনারগাঁও উপজেলায় বারদী বাজারে পশ্চিম-উত্তর কোণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। ১৭৩০ সালের ৩১ আগস্ট পশ্চিম বঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন।তিনি পুঁথি বিদ্যা ত্যাগ করে সন্ন্যাসব্রত গ্রহণ করে হিমালয়ে কঠোর যোগ সাধনা করেন। পরিবর্তীতে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি লোকালয়ে বের হয়ে আসেন। বিভিন্ন দেশ ঘুরে ১৮৬৩ সালে সোনারগাঁয়ে পৌঁছে লোকনাথ ব্রহ্মচারী বারদী গ্রামে প্রকৃতর নিবিড় সজীবতায় এই আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রায় ২২বছর আরাধনার পর ১৮৯০ সালের ১জুন মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বারদী লোকনাথ আশ্রম জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এক মিলন মেলা হিসেবে পরিচিত। বারদী লোকনাথ আশ্রমের দক্ষিণে মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী সমাধি, শত বছরের প্রাচীন বিশাল আকৃতির একটি বকুল গাছ এবং কমলাসাগর ও জিয়স নামের দুইটি পুকুর রয়েছে। আশ্রমের ভিতরে আছে লোকনাথ ব্রহ্মচারীর বিশাল তৈলচিত্র। দর্শনার্থীদের রাত্রিযাপনের সুব্যবস্থা রয়েছে। মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর প্রয়াণ দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতিবছর উনিশ জ্যৈষ্ঠ তিরোধান উৎসব,ধর্মীয় অনুষ্ঠান ও সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী গীতা পাঠ, বাল্য ভোগ ও রাজভোগ প্রসাদ বিতরণ আরতী ও কীর্তন সহ হরিলুট নামে এক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও এই আশ্রমের শত বছরের ঐতিহ্যবাহী উৎসবের নাম রাখের উপবাস। প্রতিবছর কার্তিকের ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠান হয়ে থাকে। সেসময় দেশ ও বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী বারদী লোকনাথ আশ্রেম সমবেত হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: