প্রকৃতি কন্যা জাফলং এর অপরুপ সৌন্দর্য্য || সিলেটের জাফলং || জাফলং || Jaflong || SM MULTIMEDIA
Автор: SM MULTIMEDIA
Загружено: 2023-06-05
Просмотров: 20
Описание: প্রকৃতি মানুষের মনে কতটা প্রশান্তি এনে দিতে পারে তা অনুভব করতে হলে আপনাকে যেতে হবে জাফলং। সিলেট জেলার জাফলং এর অপরুপ প্রকৃতি যেকোন দর্শনার্থীকে মুগ্ধ করবে। জাফলং এর এমন স্নিগ্ধ পরিবেশে বেড়াতে আসা দর্শনার্থীদের শ্বাস-নি:শ্বাসে থাকে ফুরফুরে ভাব। আজ আপনাদের নিয়ে যাচ্ছি অপরুপ সৌন্দর্যের লিলাভুমি জাফলং এ। সিলেট মহানগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলায় জাফলং এর অবস্থান। প্রকৃতি কন্যা হিসাবে সারাদেশে একনামে পরিচিত সিলেটের জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং, প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে দেখতে পাচ্ছেন ইনডিয়ান পাহাড় টিলা, আর দুই পাহাড়ে মাঝ খানে যে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে সেটি হচ্ছে ডাউকি ব্রীজ। ডাউকি পাহাড় থেকে অবিরামধারায় প্রবাহমান জলপ্রপাত, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি, উঁচু পাহাড়ে গহিন অরণ্য ও শুনশান নিরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণ ভাবে মোহাবিষ্ট করে। এটি হচ্ছে জাফলং এর অন্যতম আকর্শনীয় মায়াবী ঝর্না। এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশী-বিদেশী পর্যটকরা ছুটে আসেন এখানে। জাফলং শুধু প্রকৃতি কন্যা নয় বরং বিউটি স্পট, পিকনিক স্পট, সৌন্দর্যের রাণী- এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত। ভ্রমন পিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণ বরাবরই একটু বেশি। সিলেট ভ্রমনে এসে জাফলং না গেলে ভ্রমনই যেন অপূর্ণ থেকে যায়। আশির দশকে সিলেটের সাথে জাফলং এর ৫৫ কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে জাফলংয়ের নয়নাভিরাম সৌন্দর্যের কথা সারাদেশে ছড়িয়ে পড়ে। দেশী-বিদেশী পর্যটকদের পাশাপাশি প্রকৃতিপ্রেমীরাও ভিড় করতে থাকেন জাফলংয়ে। জাফলং এখন বাংলাদেশের সেরা পর্যটন স্পট।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: