ব্রিটিশ আমলে নির্মিত জামালপুরের ঝিনাই ব্রীজ || ঝিনাই ব্রিজ || রেল সেতু || Jhinai Bridge in Jamalpur
Автор: SM MULTIMEDIA
Загружено: 2023-07-01
Просмотров: 182
Описание:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ঝিনাই নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে ঝিনাই ব্রীজ। সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন ঘটে। এক সময়ের সেই খরস্রোতা ঝিনাই নদী আজ যেন তার রুপ যৌবন হারিয়ে যেতে বসেছে। জনশ্রুতি রয়েছে এই নদীতে প্রচুর পরিমানে ঝিনুক পাওয়া যেত বলে এই নদীর নামকরণ করা হয় ঝিনাই নদী। ঝিনাই নদীর বুক চিরে এক সময় পাল তোলা নৌকা চলত, আশে পাশের হাজারও জেলে সম্প্রদায়ের লোকেরা জীবিকা নির্বাহ করত এই ঝিনাই নদী থেকে মৎস আহরন করে। কিন্তু আজ সেই চিত্র সম্পূর্ন ভিন্ন। সেই খরস্রোতা ঝিনাই নদীর বুক চিরে জেগে উঠেছে চর। দেখে যেন বুঝার উপায় নেই, যে এটি এক সময় খরস্রোতা নদী ছিল এবং এই নদীতে এক সময় বড় বড় পাল তোলা নৌকা চলতো।জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলাকে পরস্পর থেকে পৃথক করেছে এই ঝিনাই নদী।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে প্রথম রেল পথ নির্মান করা হয় সেই ব্রিটিশ শাষন আমলে। সেই সময়ে জামালপুর জেলা সদর থেকে মেলান্দহ উপজেলা হয়ে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলা অভিমুখে রেল পথ নির্মান করা হয়। ১৯৩৪ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলায় রেলপথ নির্মাণের সময় এই ঝিনাই ব্রীজটি তৈরী করা হয়। ঝিনাই নদীতে এই ব্রীজটি নির্মান করার কারনে এই ব্রীজের নামকরন করা হয় ঝিনাই ব্রীজ। ব্রিটিশ আমলে নির্মিত রেল সেতুগুলোর মধ্যে জামালপুর জেলার এই ঝিনাই ব্রীজ অন্যতম। আজ থেকে শত বছর আগে নির্মিত এই ঝিনাই ব্রীজ আজও মাথা উচু করে দাড়িয়ে আছে স্ব-গৌরবে। সম্পুর্ন লোহার তৈরী এই ব্রীজটি সত্যিই দৃষ্টি নন্দন। দূর দুরান্ত হতে লোকজন এই ঝিনাই ব্রীজ দেখতে আসেন। মাঝে মাঝেই এখানে বিভিন্ন নাটক ও গানের শুটিং করা হয়। ঝিনাই ব্রীজের পাশে এক সময় লোকজনের যাতায়াতের জন্য ফেরি চলাচল করত। কিন্তু তা বন্ধ হয়ে গেছে বহুকাল আগেই। এখন লোকজনের যাতায়াতের জন্য আরেকটি সেতু নির্মান করা হয়েছে। স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধার নামে এই সেতুটির নামকরণ করা হয়েছে "বীর মুক্তিযোদ্ধা শহিদ সমর সেতু"।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: