Dars-ul Iman Wal Aqaid
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু-
জাহিলিয়াতের অধ্যায় থেকে যেদিন আল্লাহ ঈমান, আক্বীদা ও আমাল সংক্রান্ত জ্ঞান দিয়ে ইসলামে প্রবেশের সুযোগ দিলেন; সেদিন থেকেই অনুভব করেছিলাম সমাজ , বাপ-দাদা ও পূর্বপুরুষদের প্রতিপালিত নিয়মে চলে আসা এ সমাজ নিছক নামমাত্র ইসলাম মেনে চলছে। এখানে ঈমান ও কুফর একই সাথে লালন করেও একজন ব্যাক্তি নিজেকে মুসলিম দাবী করতে পারে। এখানে ঈমান আনার পরও কেউ শিরক করলে সে মুশরিক নয়। সাধারন মানুষ এভাবেই শিরক মিশ্রিত ঈমান ও আক্বীদা নিয়ে মৃত্যু বরণ করছে। প্রতিনিয়ত আল্লাহর ফেরেশতার প্রশ্নের সম্মুখীন হতে পাড়ি জমাচ্ছে পরপাড়ে। কিন্ত কি হবে তাদের?
অথচ আল্লাহ বলেছেন,
" নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শরীক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করবেন এবং যে আল্লাহর সাথে শরীক করল, সে এক মহা অপবাদ আরোপ করল। (সূরাহ নিসাঃ -৪৮)
" যে ব্যাক্তি আল্লাহর সাথে অংশী স্থাপন করে তার জন্য আল্লাহ অবশ্যই জান্নাত হারাম করেছেন আর জাহান্নাম অবধারিত করে দিয়েছেন। (সূরাহ মায়িদায়ঃ ৭২)
আর তাই আমরা এখানে সুস্পষ্ট ঈমান ও আক্বীদা বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।
লাইলাতুল কদর ।। ইমান আর আমলের শিক্ষা ।। দারসুল ইমান ওয়াল আমাল ।। দারসুল ইমান ।। দারসুল আকাইদ।।
ঈমানের স্বাদ ।। Taste of Iman।। Darsul Iman ।। দারসুল ইমান ।। দারসুল আকাইদ।।
বাদশাহ ও বালক।। সূরা বুরুজের আলোকে নির্মিত এক সত্য গল্প।। King & the boy।। Real story।। দারসুল ইমান
রমাদানের সাথে ঈমানের সম্পর্ক।। Relation between Ramadan & Iman।। দারসুল ইমান ।। দারসুল আকাইদ।।
ঈমান কি।। ঈমান বলতে কি বোঝায়।। What is Iman।। What does iman mean ।। দারসুল ইমান ।। দারসুল আকাইদ।।
Surat ul Fajr with Bangla subtitle