ঈমানের স্বাদ ।। Taste of Iman।। Darsul Iman ।। দারসুল ইমান ।। দারসুল আকাইদ।।
Автор: Dars-ul Iman Wal Aqaid
Загружено: 2021-05-01
Просмотров: 208
Описание:
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু।
আমরা ঈমান আনি। তবে আমরা ঈমানের রক্ষার ব্যাপারে ও ঈমানকে বৃদ্ধির ব্যাপারে দূর্ভাগ্যজনকভাবে সচেতন নই। আমরা শুধু আল্লাহর এককত্বের স্বীকৃতি ও নবী মুহাম্মাদ (সঃ) কে বার্তাবাহকের স্বীকৃতি দিয়ে ঈমান আনয়ন করি তবে আমরা সেই ঈমানের কোনো ফিলিংস উপলব্ধি বা উপভোগ করতে পারি না। এর কারন হলো আমরা কালিমা শাহাদাহের দ্বারা হয়তো মৌখিক স্মীকৃতি দিয়েছি কিন্ত অন্তরে স্থাপন করতে পেরেছি কি? আমাদের সকল চলাফেরা ও লেনদেন কি এককত্বের (তাওহীদের) উপর ভিত্তি করে হয়? তা হয়না বলেই আমরা ঈমানের স্বাদ পাইনা। তবে ঈমানের স্বাদ পেতে ও নিশ্চিত ঈমান নিয়ে মৃত্যু বরণ করতে তিনটি গুন আমাদের মাঝে থাকা বাঞ্চনীয়।
আর এই গুন গুলো জানতে আসুন ভিডিওটি দেখে নিই। মাত্র ৫ মিনিট খরচ করে আজীবন জান্নাতে থাকার পথ বুঝে নিতে আশা করি আপনি কার্পণ্য করবেন না।
আল্লাহ আমাদের ক্ষমা করুন ও সহায় হোন, আমীন।
আস সালামু আলাইকুম ইয়া মানিত্তাবায়াল হুদা। (শান্তি বর্ষিত হোক তার উপর যিনি হেদায়েতের পথ অনুসরণ করেন।)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: