Torikul Islam Model Madrasah Official
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আমাদের লক্ষ্য দ্বীনি দ্বীনি খেজমত এবং আল্লাহর সন্তুষ্টি।
তরিকুল ইসলাম মডেল মাদ্রাসার অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম।
আমরা একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আখিরাতমুখী, চরিত্রবান ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা হয় ছাত্র-ছাত্রীরা যেন দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে।
শিক্ষাব্যবস্থা:
প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত। বিভাগগুলো হলো:
✅ নূরানী: কোরআন শিক্ষার ভিত্তি
✅ নাজেরা: শুদ্ধ কোরআন তেলাওয়াত
✅ হিফজ: পূর্ণ কোরআন মুখস্থ
✅ জেনারেল শিক্ষা: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানসহ পাঠদান।
বালক ও বালিকা উভয়ের জন্য পৃথক শাখা আছে।
ভর্তি তথ্য:
ভর্তি শুরু: ১লা ডিসেম্বর
ক্লাস শুরু: ১লা জানুয়ারি
চ্যানেলে যা পাবেন:
ইসলামিক আলোচনা ও শিক্ষার্থীদের প্রতিভা
মাদ্রাসার অনুষ্ঠান, ঘোষণা ও ভর্তি সংক্রান্ত তথ্য
ঠিকানা ও যোগাযোগ:
জান্নাত ভিলা, পশ্চিম কলাবাগ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
প্রতিষ্ঠাতা: আলহাজ্ব মোঃ রোকন উদ্দিন
01711901590
এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খাইরান।
আমি নবীর উম্মত, ইসলামিক নাশিদ।
"আমার সামনে থেকে তোমার চেহারা সরিয়ে রাখো" বা "আমার সামনে থেকে তোমার মুখ ফিরিয়ে নাও"।
ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে শয়তানের আক্রমণ থেকে নিরাপত্তা লাভ করা যায়।
আল্লাহর নেয়ামত,
পুরুষে-পুরুষে যৌন সম্পর্ক লিওয়াত' বা পুংমৈথুন বলা হয়, একটি অত্যন্ত জঘন্য পাপ এবং হারাম কাজ।
ইমানের পূর্ণতা লাভের জন্য রাসূল (সা.)-কে নিজের জান, মাল, পিতা-মাতা ও.. সবকিছুর চেয়ে বেশি ভালোবাসা
মা-বাবার প্রতি আনুগত্য ও সদ্ব্যবহারকে আল্লাহর ইবাদতের পর সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হিসেবে গণ্য করে
ইসলাম মানে হাত পাতা নয় — আত্মমর্যাদা ও ইখলাস। ইসলাম মানে ইবাদতের মর্যাদা রক্ষা।
হে আমাদের প্রতিপালক! আমাদের ইহকালে কল্যাণ দান কর এবং পরকালেও কল্যাণ দান কর।
আল্লাহ্র সীমা অতিক্রম করে মাত্রাতিরিক্ত ক্ষতিকর পর্যায়ে চলে তখনই তা নিষিদ্ধ আসক্তিতে পরিণত হয়।
গণকের কাছে গেল এবং তাকে বিশ্বাস করল, তার ৪০ দিনের সালাত কবুল হবে না। (সহীহ মুসলিম, ২২৩০) |
ছোট ছোট ভালো কাজ করে আত্ম তৃপ্তি পাওয়া যায় মনে আনন্দ আসে।
আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা সময় ও রিজেক পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না।
আমি দুনিয়াতে এক ভ্রমণকারীর মতো, যে গাছের নিচে আশ্রয় নিয়ে আবার চলতে শুরু করে।”
নবীগণ পার্থিব জীবন ত্যাগ করেছেন। (সূরা আম্বিয়া: ৩৪)
তোমরা মুশরিকদের বিপরীত করো; দাড়ি বাড়াও এবং গোঁফ ছোট করো।”
জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়। জান্নাতবাসীরাই সফলকাম।"
চিংড়ি ভাজা.
আল্লাহ তোমাদের চেহারা ও দেহের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান।"
মানবজাতির হাতে আজ এক মহাশক্তি — কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।
ইলমে দ্বীনের প্রতি অবহেলার মূল কারণ হলো রিযিক্বের সামগ্রিক ইসলামি ধারণা সম্পর্কে অজ্ঞতা।
হেদায়াত আল্লাহর কাছে চাও!
হৃদয়ে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যে, তাগুত মিথ্যা ও বাতিল এবং আল্লাহই একমাত্র হক উপাস্য।
দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু ঈমান, তাকওয়া, উত্তম চরিত্র ও উপকারী জ্ঞান — সম্পদই চিরন্তন।
মানুষ আল্লাহর ক্ষমতা ও সার্বভৌমত্ব (আল-মুলক) যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে।
“যদি আমি এই কোরআন কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি তা আল্লাহর ভয়ে বিদীর্ণ হতে দেখতে।”
আল্লাহর প্রিয় হতে হলে অবশ্যই রাসুলুল্লাহ (ﷺ)-এর আদর্শ জীবনকে অনুসরণ করতে হবে। (আলে ইমরান: ৩১)
আল্লাহ যা হালাল করেছেন, দেহ ও আত্মার কল্যাণ;আর যা হারাম করেছেন, তা থেকে বাঁচার মধ্যেই কল্যাণ।
দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত সফলতার মূল চাবিকাঠি:
"তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।"