যে ভুলের কারণে নামাজ বাতিল হতে পারে
Автор: Shotikniom
Загружено: 2025-05-18
Просмотров: 1178
Описание:
যে ভুলের কারণে নামাজ বাতিল হতে পারে
🕌 ইমামের আগে সিজদায় যাওয়ার বিধান:
❌ ইমামের আগে রুকু, সিজদা বা অন্য কোনো রুকনে যাওয়া নিষিদ্ধ:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“ইমামকে অনুসরণ করো এবং তার থেকে আগে যেও না।”
📚 সহীহ মুসলিম, হাদীস: ৪১৪
⚠️ মুক্তাদির ভুল যদি অনিচ্ছাকৃত হয় (ভুলবশত):
তাহলে সিজদায়ে সাহু আবশ্যক নয়
নামাজ বাতিল হয় না, তবে পরবর্তীবার সাবধান থাকতে হবে
❗ যদি ইচ্ছাকৃতভাবে ইমামের আগে সিজদায় যান:
তাহলে এটি গুরুতর ভুল
বারবার এমন হলে নামাজ বাতিলও হয়ে যেতে পারে
তাওবা করা জরুরি, কারণ এটি সুন্নাহ ও আদবের পরিপন্থী
✅ সঠিক নিয়ম:
ইমাম সিজদায় গিয়ে “الله أكبر” বলার পরই মুক্তাদি সিজদায় যাবেন
ইমামের হাতে হাত, কাঁধে কাঁধ, পায়ের পায়ের সাথে মিলিয়ে চলা উচিত নয়—বরং ইমামের শব্দ শোনার পর অনুসরণ করতে হয়
💡 মনে রাখবেন:
ইমাম হলেন নেতা — এবং নেতার আগে কাজ করে ফেলা ইসলামে শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়।
কীওয়ার্ড:
ইমামের আগে সিজদা
মুক্তাদি নামাজের ভুল
নামাজে আগে সিজদা করা
ইমাম অনুসরণের নিয়ম
নামাজ শিক্ষা
#নামাজ
#ইমাম_অনুসরণ
#সালাত
#মুসলিম_জীবন
#ইসলামিক_শিক্ষা
#নামাজ_ভুল
#IslamicShorts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: