ভাস্কুলার রোগ ও এর চিকিৎসা । ডা. মোঃ আতাউল ইসলাম । বিশেষজ্ঞ জেনারেল ও ভাস্কুলার সার্জন
Автор: Bhairab United Hospital
Загружено: 2025-09-03
Просмотров: 34
Описание:
ভাসকুলার রোগ বলতে মানবদেহের রক্তনালী–সংক্রান্ত বিভিন্ন জটিলতাকে বোঝায়। ধমনী ও শিরায় ব্লকেজ, রক্ত জমাট (থ্রম্বোসিস), ভেরিকোস ভেইন বা ধমনীর অস্বাভাবিক ফোলা (অ্যানিউরিজম) এর মধ্যে অন্যতম। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, স্থূলতা এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন এসব রোগের প্রধান ঝুঁকির কারণ। সময়মতো সঠিকভাবে নির্ণয় করা গেলে ভাসকুলার রোগের চিকিৎসা অনেক বেশি কার্যকর হয়। চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে নিয়মিত ওষুধ সেবন, জীবনধারায় পরিবর্তন এবং প্রয়োজনে আধুনিক ভাসকুলার সার্জারি বা ইন্টারভেনশনাল চিকিৎসা। এসব উন্নত চিকিৎসা রোগীর ঝুঁকি কমিয়ে দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে।
ভাস্কুলার সার্জারি সংক্রান্ত যে কোনো জটিল সমস্যায় ডা. মোঃ আতাউল ইসলাম প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৮ টা এবং শুক্রবার সারাদিনব্যাপী রোগী দেখছেন ভৈরব ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক্স সেন্টারে।
আপনার স্বাস্থ্য জটিলতার নির্ভুল সমাধানে, সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে—আমরা আছি আপনার পাশে।
📍 ঠিকানা: ভৈরব ইউনাইটেড হাসপাতাল এন্ড অর্থোপেডিক্স সেন্টার,
কমলপুর ঈদগাহ্ রোড, ভাই ভাই পেট্রোল পাম্প সংলগ্ন, ভৈরব, কিশোরগঞ্জ।
📞 সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
০১৭১৯-৭২৩৪০০, ০১৭১২-৫৭৬১০৩, ০১৬৩৯-৪০৯১৩০
#VairabUnitedHospital #healthcare #health
#vascularhealth #vascularsurgery #treatment
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: