কীটনাশক বোতল বা প্যাকেটে এই চিহ্ন কেন ব্যবহার করে / প্রি হারভেস্ট ইন্টারভেল
Автор: মৃত্তিকা টিভি
Загружено: 2022-12-29
Просмотров: 8908
Описание:
কীটনাশক বোতল বা প্যাকেটে এই চিহ্ন কেন ব্যবহার করে / প্রি হারভেস্ট ইন্টারভেল
ভবিষ্যত প্রজন্মকে রোগাক্রান্ত এবং অসুস্থ একটি জাতি হিসেবে গড়ে তোলার দায় হতে আমরা কোনোভাবেই রেহাই পাব না।
একটি কীটনাশক ফসলে স্প্রে করার পর যতদিন বাজারে তোলা বা খাওয়া যাবে না, সেটাকেই পিএইচআই (প্রি হারভেস্ট ইন্টারভেল) বলে।
ফসলে কীটনাশক স্প্রে করার পর পিএইচআই (প্রি হারভেস্ট ইন্টারভেল) এর মধ্যে যদি শাকসবজি বা ফসল আপনার রান্নাঘর হয়ে পেটে যায়, তবে কিছু না কিছু কীটনাশকের রেসিডিউ বা অবশিষ্টাংশ আপনার শরিরে প্রবেশ করবেই।
কীটনাশক ভেদে এই ইন্টারভেল ভিন্ন ভিন্ন হয়। কোনোটির ৭ দিন, কোনোটির ১০ বা ১৫ দিন।
এই ৭ বা ১০ অথবা ১৫ দিনের ভিতর যদি ফসল আপনার পেটে যায়, তবে সেই কীটনাশকের রেসিডিউ আপনার শরিরে প্রবেশ অতি স্বাভাবিক ঘটনা। আমরা জানি না, প্রতিদিন যা খাচ্ছি, সেখানে কী পরিমাণ কীটনাশক রেসিডিউ এর মারাত্মক স্বীকার আমরা হচ্ছি। আমরা জানি না, আমাদের কিনে আনা কোন সবজি পিএইচআই এর ভিতর আছে, কোনটি বাইরে বা নিরাপদ আছে।
উন্নত বিশ্বে বা প্রায় সব দেশেই কঠোরভাবে মেইনটেইন করা হয়। তা হচ্ছে, পিএইচআই এর ভিতর কোনো ফসল বাজারে তোলা যাবে না।
#mitrika_tv
#কীটনাশক
#বিষ
#bis
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: