থাই পাঙ্গাস মাছের পোনা | থাই পাঙ্গাস মাছ চাষ | thai pangash mash chas | পাঙ্গাস মাছ | পাঙ্গাস চাষ
Автор: বাংলার মৎস্য শিল্প
Загружено: 2023-06-02
Просмотров: 206
Описание:
থাই পাঙ্গাস মাছের পোনা | থাই পাঙ্গাস মাছ চাষ | thai pangash mash chas | পাঙ্গাস মাছ | পাঙ্গাস চাষ
মাছের পোনা নিতে যোগাযোগ করুন -
বাংলার মৎস্য শিল্প
মোঃ-রুহুল আমিন
মোবাইল - 01714-418169
ঠিকানা- ত্রিশাল - ময়মনসিংহ
-------------------------------------------------
আমরা শতভাগ অক্সিজেন নিশ্চিত করে বাংলাদেশের ৬৪ জেলাতে মাছের পোনা হোম ডেলিভারি করে আসছি _
#থাই_পাঙ্গাস_মাছ
#thai_pangash
#পাঙ্গাসমাছচাষ
#বাংলার_মৎস্য_শিল্প
#থাইপাঙ্গাস
#থাই_পাঙ্গাস_মাছ_চাষ
#থাইপাঙ্গাসমাছচেনারউপায়
#পাঙ্গাসমাছেরখাবার
#থাই_পাঙ্গাস
#থাইপাঙ্গাসমাছেরবৈশিষ্ট্য
#পাংগাস
#পাঙ্গাস_মাছের_খাবার
#fishing
#fishingvideo
#fishing_video
#fishingislife
#থাই_পাঙ্গাস_মাছ
#পাঙ্গাসমাছেরপোনাকোথায়পাওয়াযায়
#পাঙ্গাস_মাছের_খাবার_তৈরি
পাঙ্গাস মাছের পোনা চাষ,পাঙ্গাস মাছের খাদ্য,পাঙ্গাস মাছের কালচার,পাঙ্গাস মাছের পোনা কোথায় পাওয়া যায়,মাছেরহাট,মাছের পোনা কিনা বেচার বাজার,পুকুরে মাছ চাষ,josore fish hasary,মাছের বাজার,মাছের পোনা কোথায় পাওয়া যায়,পাঙ্গাস মাছের পোনা,পাঙ্গাস মাছের রেনু,পুকুরে মাছ চাষ,Thai pangash mash chas, fishing, fishing video,মাছের বড় বাজার,মাছের রেনু পোনা চাষ পদ্ধতি,
(সম্মানিত ভিয়াস - বাংলার মৎস্য শিল্পে আপনাকে স্বাগতম) পাঙ্গাস মাছ বাংলাদেশে বতমান একটি ব্যাপক স্থান দখল করে আছে । সবার কাছে প্রিয় হওয়ায় - এই মাছের চাষ দিনদিন বাড়ছে।
বর্তমান সময়ে আমাদের দেশে পুকুরে মাছ চাষ বেশ জনপ্রিয়তা পেয়েছে। মাছ চাষ করে অনেকেই হচ্ছেন স্বাবলম্বী। চাষ হওয়া মাছগুলোর মধ্যে থাই পাঙ্গাস অন্যতম। বাংলাদেশে থাই পাংগাস বর্তমানে একটি ব্যাপক চাষকৃত মাছের প্রজাতি। নব্বই দশকে থাইল্যান্ড হতে আনা পাংগাাসিয়াস সুচির কৃত্রিম প্রজননের মাধ্যমে ব্যাপক পোনা উৎপাদন করে পুকুরে চাষ করা হয়। বর্তমানে প্রায় ১৫ হাজার হেক্টর জলাশয়ে এই মাছ চাষ করা হয় এবং দেশের মোট মোট মৎস্য উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে পাংগাস এর অবদান ।
ঝালকাঠিতে জনপ্রিয় হচ্ছে থাই পাঙ্গাস মাছ চাষ। উৎপাদন খরচের তুলনায় লাভ দ্বিগুণ হওয়ায় এলাকার অনেকেই এই মাছ চাষে আগ্রহী হচ্ছে। এদিকে, থাই পাঙ্গাস চাষ বৃদ্ধির জন্য জেলায় নানা উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ।
ঝালকাঠিতে দিন দিন বাড়ছে পাঙ্গাস মাছের চাহিদা। আগে বিভিন্ন জায়গা থেকে পাঙ্গাস কিনে ঝালকাঠির বিভিন্ন বাজারে বিক্রি করা হতো। লাভজনক হওয়ায় এখন জেলার ২৩০টি ঘেরে পাঙ্গাসের চাষ হচ্ছে। জেলা মৎস্য বিভাগ জানায়, ঝালকাঠিতে বছরে ৮০০ মেট্রিকটন পাঙ্গাসের উৎপাদন হয়।
চাষিরা জানালেন, উৎপাদন খরচের তুলনায় লাভ দ্বিগুণ হওয়ায় ঝালকাঠির মৎস্যচাষিরা যশোর থেকে পোনা এনে ঝালকাঠিতে থাই পাঙ্গাসের চাষ শুরু করেছেন।
জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, পাঙ্গাস চাষে চাষিদের উৎসাহিত করতে প্রশিক্ষণসহ সব ধরণের সহযোগিতা করছে মৎস্য বিভাগ।
তাই আর দেরি না করে আপনি শুরু করতে পারেন থাই পাঙ্গাস মাছ চাষ - চাষের জন্য আমাদের কাছ থেকে নিতে পেরেন উন্নতমানের থাই পাঙ্গাস মাছের পোনা ।
আমরা দিঘদিন যাবত মাছের পোনা সাড়া বাংলাদেশে হোম ডেলিবারি দিয়ে যাচ্ছি ।
অথবা আপনি এসে দেখে শুনেও মাছের পোনা নিতে পারবেন আমাদের হ্যাচারী থেকে - হ্যাচারীর ঠিকানা - description box পেয়ে যাবেন
চাষ সম্পর্কেও তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনার মাছ চাষ সুন্দর সফল হোক
____&thanks for watching ____
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: