মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে নামাজ বা রোজা কাযা আদায় করা যাবে কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন।
Автор: 10 Minute Maqtab
Загружено: 2024-02-02
Просмотров: 130
Описание:
#দোয়া_ও_আমল #নামাজ #মৃত্যু #কাযা_নামাজ #রোজা
মৃতের পক্ষ থেকে নামাজ বা রোজা কাজা করা যায়?
নামাজ ও রোজা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ফরজ আমল, ইমানের পর ইসলামের মূল পাঁচ স্তম্ভের অন্তর্ভুক্ত। কোনো অসুস্থতা, অসুবিধা বা অবহেলায় নামাজ বা রোজা ছুটে গেলে যত দ্রুত সম্ভব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওই নামাজ ও রোজার কাজা আদায় করা উচিত।
কেউ যদি রোজা রাখতে পুরোপুরি অক্ষম হন, তাহলে তিনি রোজার বদলে ফিদয়া দেবেন অর্থাৎ প্রতিটি রোজার জন্য কোনো দরিদ্র ব্যক্তিকে দুবেলা খাবার খাওয়াবেন অথবা দুবেলা খাবারের মূল্য দিয়ে দেবেন।
রোজা বা নামাজের কাজা আদায় করার আগেই যদি কারো মৃত্যু হয়ে যায়, ছেলে-মেয়ে, আত্মীয় স্বজনের জানা থাকে, তাহলে তারা তার পক্ষ থেকে নামাজ পড়ে বা রোজা রেখে তার কাজা আদায় করতে পারবেন না। এভাবে একজনের নামাজ-রোজা আরেকজন রেখে কাজা আদায়ের সুযোগ ইসলামে নেই।
আবদুল্লাহ ইবনে ওমরকে (রা.) অন্যের পক্ষ থেকে রোজা রাখা বা নামাজ আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন,
لاَ يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ، وَلاَ يُصَلِّي أَحَدٌ عَنْ أَحَدٍ.
কেউ অন্যের পক্ষ থেকে রোজা রাখবে না এবং অন্যের পক্ষ থেকে নামাজ পড়বে না। (মুআত্তা ইমাম মালেক: ৯৪)
তবে মৃতের কাজা রোজার জন্য ফিদয়া আদায় করা যায়। প্রতিটি রোজার জন্য কোনো দরিদ্রকে দুবেলা খাবার বা তার মূল্য দান করে দিতে হবে। এ ছাড়া মৃতের জন্য নফল নামাজ পড়ে, নফল রোজা রেখে এর সওয়াব মৃতের কাছে পৌঁছে দেওয়ার জন্য দোয়া করলে আশা করা যায় তিনি সওয়াব পাবেন।
মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে নামাজ বা রোজা কাযা আদায় করা যাবে কি?,গুরুত্বপূর্ণ প্রশ্ন,মৃতের পক্ষ থেকে নামাজ বা রোজা কাজা করা যায়?,#দোয়া_ও_আমল,#নামাজ,#মৃত্যু,#কাযা_নামাজ,মৃত্যুর ৪০ দিন আগে কিভাবে মৃত্যুর খবর অন্তরে জাগ্রত হয়,মৃত ব্যক্তির জন্য রোজা রাখা যাবে কি?,মৃত বাবার জন্য রোজার কাফফারা কি ভাবে দিবেন,রোজার কাফফারা আদায়ের নিয়ম,মৃত ব্যক্তির জন্য কি আমল করা যায়,কাযা নামায পড়িবার নিয়ম,মৃত ব্যক্তির জন্য দোয়া করার নিয়ম,দশ মিনিট মক্তব,10 minute maqtab,হাদিসের কথা
#education
#দোয়া_ও_আমল
#mulims
#নামাজ_শিক্ষা
#রোজা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: