ঈমানদীপ্ত জাগরণী গজল || আমি মুসলমান || Sayed Bin Shafiq || Kalarab song2024
Автор: Sayed Bin Shafiq
Загружено: 2024-03-21
Просмотров: 1272
Описание:
নাইবা পেলাম অর্থকড়ি || আমি মুসলমান || Cover Sayed Bin Shafiq || Kalarab song2024
Song : Ami musolman
Lyric & tune : Imtiaz Masrur
Cover : Sayed Bin Shafiq
নাইবা পেলাম অর্থ-কড়ি নাইবা পেলাম ঘর
নাইবা পেলাম সুখের দেখা হোক না আপন পর,
পথের ধুলায় জীবন আমার হোক ধুসর-মলিন
অনাহারে অনাদরে যাকনা কেটে দিন-
তবু দুঃখ আমার নাগাল কভু পাবেনা হৃদয়
সব হারালেও তাও করিনা নিঃস্ব হবার ভয়;
আমি মুসলমান আমার ধন হলো ঈমান,
ঈমান নূরের রওশনীতে দীপ্ত আমার প্রাণ।
এই ধরণির প্রমোদ-মায়া ডাকছে দিবা-নিশি
পূণ্যেভরা ক্ষুদ্র বুকে বাঁজায় মোহন বাঁশি,
তুচ্ছভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা
হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা।
তবু দৃপ্ত পদে যাই দলে সব অশান্ত প্রলয়
দীন-ঈমানের স্বচ্ছ আলয় যায় মুছে সংশয়।
আমি মুসলমান আমার ধন হলো ঈমান,
ঈমান নূরের রওশনীতে দীপ্ত আমার প্রাণ।
আমার মাঝেই বসত আমার অসীম উচ্চ নীড়ে
স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে।
দীনের পথেই চলছি গেয়ে পাক কোরানের গান
সেই পথে প্রাণ আত্মদানে নিত্য যে আনচান।
ধ্বংস পাহাড় মিশিয়ে দিলেও ভাংবেনা প্রত্যয়,
তাওহিদেরই রোশনি মেখে করবো মরন জয়।
আমি মুসলমান আমার ধন হলো ঈমান,
ঈমান নূরের রওশনীতে দীপ্ত আমার প্রাণ।
#gojol
#banglagojol
#islam
#islamic
#nasheed
#holytune
#kalarabsong
##newgojol
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: