MCH || মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ ক্লাস || গর্ভধারণ, গর্ভকালীন সময়, প্রী ও ফুলটার্ম বেবি,LBW
Автор: Medical GuideLine BD - Paramedical Academy
Загружено: 2024-11-28
Просмотров: 3571
Описание:
“বিসমিল্লাহ-হির-রহমানির-রহিম”
৩ মাস মেয়াদী মা ও শিশু স্বাস্থ্যসেবা বিষয়ক এম সি এইচ প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। উক্ত প্রশিক্ষণ কোর্সটি অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। যা দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র/ছাত্রী একজন মায়ের প্রজনন স্বাস্থ্য, গর্ভধারন প্রক্রিয়া, গর্ভকালীন সময়ে মায়ের সার্বিক স্বাস্থ্য, চিকিৎসা, পরিচর্যা, প্রসবের পূর্বে, প্রসবের সময় ও প্রসব পরবর্তী স্বাস্থ্য করনীয় যত্ন, জটিলতা ও চিকিৎসা, একজন নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতক হতে শিশু, কিশোর ও বয়ঃসন্ধিকাল পর্যন্ত তার সার্বিক স্বাস্থ্য, সাধারন শারীরিক অসুস্থতা সমূহ ও এদের চিকিৎসা বিষয়ে জানতে পারবেন। অর্থাৎ, এম সি এইচ কোর্সটির মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে একটি বিস্তৃত, সর্বঙ্গীণ ও বুদ্ধিগম্য জ্ঞান অর্জন করা যাবে।এ সকল বিষয় চিন্তা করে একমাত্র আমরাই আপনার জন্য সাজিয়েছি ৩০-৩৫ টি ক্লাস এবং মূল ক্লাস শেষে আরোও ৩-৫ টি অতিরিক্ত প্র্যাকটিস ক্লাস। যার মাধ্যমে নিঃসন্দেহে চিকিৎসা বিজ্ঞানের আলোকে প্যারামেডিকেল প্র্যাক্টিস ফিল্ডে, পারিবারিক ও ব্যক্তিগত জীবনে প্রায়োগিক বিদ্যা অর্জন করতে পারবেন বলে আমরা আশাবাদী।
প্রান্তিক পর্যায়ের আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে ডিপ্লোমা চিকিৎসক, পল্লী চিকিৎসক বা যে কোন স্থরের প্যারামেডিকেল চিকিৎসা পেশাজীবীদের সার্বিক জ্ঞান, অভিজ্ঞতা ও চিকিৎসা বিজ্ঞানের নৈতিক ও আদর্শ চর্চা নিশ্চিত করা বংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (অনলাইন মেডিকেল স্কুল)-এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য যেভাবে সম্ভব ও যত ধরণের কোর্স দ্বারা সম্ভব সর্বোচ্চ প্রচেষ্টা করে যাবো ইংশা-আল্লাহ। এর ধারাবাহিকতায় সাজানো হয়েছে এই অতি গুরুত্ববহ এম সি এইচ কোর্সটি।
আমাদের অনলাইন মেডিকেল স্কুলের এই এমসিএইচ কোর্সটির বিশেষত্বঃ-
• বাংলাদেশ, ভারত ও বাংলা ভাষাবাসীর যে কেউ দেশের যেকোন প্রান্ত থেকে ঘরে বসেই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন।
• দৈনন্দিন জীবনের মূল কাজে বাধা সৃষ্টি না করেই সকালে ও রাতে ক্লাস করানো হবে।
• বেশিরভাগ ক্লাস প্রাইভেট গ্রুপে সংরক্ষিত থাকবে, ফলশ্রুতিতে পরবর্তীতে ক্লাস পূনঃরায় দেখার সুযোগ থাকবে।
• ক্লাস কনটেন্ট হিসিবে প্রতিক্লাসের ক্লাস-পিডিএফ ক্লাস শেষে প্রদান করা হবে।
• প্রতিটি ক্লাসের লেকচার শীট এর পিডিএফ প্রদান করা হবে। এক্ষেত্রে কোর্স ফি-এর বাহিরে লেকচার শীট বাবদ অতিরিক্ত ৪০০ টাকা প্রদান করতে হবে।
• কোর্স শেষে এমসিএইচ সার্টিফিকেট প্রদান করা হবে। যা কুরিয়ারের মাধ্যমে দেশের যেকোন প্রান্তে পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে পরিবহণ বাবদ অতিরিক্ত ২০০ টাকা প্রদান করতে হবে।
কারা এই প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারেনঃ-
• ডিপ্লোমা চিকিৎসক।
• কমিউনিটি প্যারামেডিক।
• যেকোন পর্যায়ের পল্লী চিকিৎসক বা প্যারামেডিকেল পেশাজীবী।
• জুনিয়র নার্স, হেলথ ওয়ার্কার, ফার্মাসিস্ট।
• ম্যাটস, নার্সিং,আইএইচটি, সিপি, সিএইচডাব্লিউ, ডিএমএস অধ্যয়নরত ছাত্র-ছাত্রী (শিক্ষার্থী)।
• এছাড়া স্কিল ডেভেলপ করতে, পারিবারিক ও ব্যক্তিগত স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে যেকোন শিক্ষিত সচেতন ব্যক্তিবর্গ এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন।
কোর্সে ভর্তি যোগ্যতাঃ-
• যেকোন বিভাগ থেকে যেকোন সালে এসএসসি/দাখিল কিংবা সমমানের পরিক্ষায় পাসকৃত ব্যক্তিবর্গ এই কোর্সে ভর্তি হতে পারবেন।
ভর্তি প্রক্তিয়া ও প্রয়োজনীয় পেপারসঃ-
• ১ কপি পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি।
• এনআইডি বা জন্ম নিবন্ধনের স্ক্যান কপি।
• প্রদত্ত ভর্তি ফর্ম পূরন করে তার স্ক্যান কপি।
• উপরের তিনটি ডকুমেন্টস 01610-621878 WhatsApp-নাম্বারে পাঠাতে হবে। অথবা মেইল করুন- [email protected] এই ঠিকানায়।
কোর্স ফি ও অন্যান্য তথ্যাদি জানতে যোগাযোগ করুন-
016106 218 78 WhatsApp/Call 9AM-9PM
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: