মাহির বিষয়ে মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন | Mahi | ইলিয়াস কাঞ্চন | Bijoy Entertainment
Автор: Bijoy Entertainment
Загружено: 2023-03-22
Просмотров: 3559
Описание:
#MahiyaMahi #Mahiya #Mahi #ইলিয়াসকাঞ্চন #ইলিয়াস #IlyasKanchan
সম্প্রতি মারধর, চাঁদাবাজি এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছিলেন দেশীয় চলচ্চিত্র অঙ্গনের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। গ্রেফতারের পর এই অভিনেত্রীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অবশ্য কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন হয়ে যায় এই অভিনেত্রীর।
এদিকে, আট মাসের অন্তঃসত্ত্বা মাহিকে গ্রেফতারে তখন ক্ষুব্ধ হয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেকে। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। একুশে পদকপ্রাপ্ত এই চলচ্চিত্র অভিনয়শিল্পী মনে করছেন, মাহিকে এভাবে গ্রেফতারের মধ্য দিয়ে ওই পুলিশ কর্মকর্তা তার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন।
বর্তমানে ইলিয়াস কাঞ্চন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে গণমাধ্যমকে তিনি বলেছেন, মাহি যে রকমই হোক, সে একজন শিল্পী। তাকে এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে যেভাবে অ্যারেস্ট করা হলো, তাতে মনে হয়েছে, দেশের মধ্যে কোনো ডন আসছে। তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার না করলে, সে পালিয়ে যাবে।’
তিনি আরও বলেছেন, ‘সংস্কৃতি জগতের সবারই ভাবমূর্তির বিষয় আছে। সেগুলো তো অবশ্যই মাথায় রাখা উচিত ছিল ওই পুলিশ কর্মকর্তার। কাজটা এ রকমভাবে করা উচিত হয়নি। এই কাজ করে ওই পুলিশ কর্মকর্তা শুধু ক্ষমতা প্রদর্শন করলেন, তা তো নয়, আমাদের চলচ্চিত্রের জন্য ক্ষতিকর কাজটিও তিনি করেছেন। তাকে এভাবে অ্যারেস্ট করে তার ইমেজ ক্ষুণ্ন করা হয়েছে বলেও মন্তব্য করেছেন ইলিয়াস কাঞ্চন।
copyright © BIJOY ENTERTAINMENT Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: